পাঁচ বছর ধরে বিয়ে হচ্ছে না যুবকের, শহরজুড়ে বিজ্ঞাপন
ODD বাংলা ডেস্ক: গত পাঁচ বছর ধরে বিয়ের জন্য পাত্রী খুঁজে পাচ্ছেন না এক যুবক ৷ এমতাবস্থায় পাত্রী খুঁজে পেতে অভিনব এক পন্থা নিলে তিনি, যা দেখে সবাই হতবাক ৷
তামিলনাড়ুর মাদুরাইয়ের বাসিন্দা জগন বিগত বেশকিছু বছর ধরেই বিয়ের জন্য পাত্রী খুঁজছেন ৷ তবে বিয়ের জন্য উপযুক্ত পাত্রী পাননি তিনি। তাই এক অভিনব উপার বের করলেন যুবক। এবার তিনি নিজের এলাকায় বড় বড় পোস্টার লাগালেন, যাতে লেখা ' Miss Right ।'
পোস্টারে নিজের সম্পর্কে সব তথ্য দিয়েছেন তিনি ৷ নিজের ছবির সঙ্গে বয়স থেকে বেতন পর্যন্ত সবই উল্লেখ করেছেন তিনি৷ নিজের সম্পর্কে পোস্টারে জগন লিখেছেন, তিনি একজন ডিজাইনার এবং তিনি BSC আইটি পাশ করেছে। এছাড়াও, তিনি একটি প্রাইভেট কোম্পানিতে ম্যানেজার কাজ করেন৷ তার বেতন প্রায় ৪০ হাজার ৷ এ ছাড়া তার নামে একটি জমিও রয়েছে।
স্থানীয় একটি চ্যানেলের সঙ্গে কথা বলার সময় জগন বলেন, গত পাঁচ বছর ধরে পাত্রী খুঁজছি, কিন্তু সফলতা পাইনি। তাই আমি অনেক পোস্টার ডিজাইন করেছি। ভাবলাম নিজের জন্য পোস্টার কেন বানাতে পারি না?
জগন আরো বলেন, পাত্রী খোঁজার প্রতিশ্রুতি দিয়ে অনেকে তার কাছ থেকে টাকা ও তার কুষ্ঠি নিয়েছিল, কিন্তু তারা কেউ আর ফিরে আসেননি৷
Post a Comment