কী ভাবে হাঁটেন, তা দেখেই কি বলে দেওয়া যায় আপনার চরিত্র?
ODD বাংলা ডেস্ক: ১৯৩৫ সালে জার্মান মনোবিদ ওয়ার্নার উলফ দাবি করেন, মানুষের হাঁটার ধরন দেখেই নাকি বলে দেওয়া যায় তার চরিত্র। তাঁর এই দাবির পর বহু গবেষণা হয়েছে এই নিয়ে। তবে সত্যিই হাটার ধরন দেখে মানুষের চরিত্র বলা যায় কি না, তা নিয়ে বিতর্ক এখনও কমেনি। কিছু কিছু মানুষের মতে উলফের দাবি ঠিক, কেউ কেউ আবার মানতে চান না তাঁর কথা। যাঁরা হাঁটার ধরন দেখে মানুষের চরিত্র বোঝার পক্ষে, তাঁরা কী বলছেন?
১। যাঁরা দ্রুত গতিতে হাঁটেন: কেউ যদি খুব দ্রুত বেগে হাঁটেন তা হলে তাঁর হাঁটার শৈলী এক জন অত্যন্ত পরিশ্রমী এবং বহির্মুখী ব্যক্তিত্ব প্রকাশ করে। এই ধরনের মানুষরা সাহসী এবং উদ্যোগী হন। তাঁরা উদ্যমী এবং চিন্তামুক্ত জীবনযাপন করতে ভালবাসেন বলেও দাবি করেন কেউ কেউ।
২। যাঁরা ধীর গতিতে হাঁটেন: বিশেষজ্ঞদের একাংশের দাবি, যাঁরা ধীরে হাঁটেন, তাঁরা সাধারণত সতর্ক ও সাবধানী মানুষ হন। তাঁদের ব্যক্তিত্বের ধরন অন্তর্মুখী এবং আত্মকেন্দ্রিকও হতে পারে।
৩। যাঁরা তাড়াহুড়ো ছাড়াই হাঁটেন: অনেকেই নিজের মনে হাঁটেন। স্বচ্ছন্দে হাঁটেন মধ্য লয়ে। এই ধরনের মানুষ সাধারণত শান্ত, সন্তুষ্ট এবং আত্মবিশ্বাসী হন। এই ধরনের ব্যক্তিরা মানুষের সঙ্গে যোগাযোগ করতে এবং তাঁদের কথোপকথন বা দৃষ্টিভঙ্গি শুনতে আগ্ৰহী হন বলেও দাবি করা হয়।
তবে এ কথা মাথায় রাখতেই হবে যে, গোটা বিষয়টি নিয়ে আরও গবেষণা প্রয়োজন। কাজেই এই ধারণাগুলি ধ্রুব সত্য বলে না মেনে নিয়ে বিষয়টিকে নিছক মজার উপকরণ হিসেবে দেখাই বাঞ্ছনীয়।
Post a Comment