ট্রেনের টিকিট পাচ্ছেন না? এবার বাসে করেই চলে যান দার্জিলিং, চালু নয়া বাস পরিষেবা
ODD বাংলা ডেস্ক: ভোটের মুখেই বড় ধামাকা GTA-র! বাগডোগরা-দার্জিলিং বাস পরিষেবা চালু করল GTA ট্যুরিজম। GTA ভোটের ঠিক ২০ দিন আগে ৬ জুন, সোমবার থেকেই এই বাস পরিষেবা চালু হয়ে গেল। আর এই বাস পরিষেবা চালু হওয়ায় হাসি ফুটেছে পর্যটকদের মুখেও। এবার থেকে আর বাগডোগরায় বিমান থেকে নেমে দার্জিলিঙে যেতে গাড়ির জন্য হা-পিত্যেশ করতে হবে না। অনেক কম খরচে এবং এক বাসেই সরাসরি পৌঁছে যাওয়া যাবে শৈলশহর। প্রথম দিনেই বাসে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। আপাতত বাগডোগরা বিমানবন্দর থেকে দার্জিলিং পর্যন্ত দুটি বাস চালু করা হয়েছে। পরে যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে বাসের সংখ্যা বাড়ানো হবে বলে GTA ট্যুরিজমের তরফে জানানো হয়েছে।
জানা গিয়েছে, বাগডোগরা বিমানবন্দর থেকে দার্জিলিং (Darjeeling) পর্যন্ত যে দুটি বাস চালু হয়েছে, সেগুলি ১২ আসনের। বাসের ভাড়া মাথাপিছু সাড়ে ৪০০ টাকা। একেবারে বিমানবন্দরের বাইরেই দার্জিলিং যাওয়ার জন্য বাসের GTA ট্যুরিজমের বুকিং কাউন্টার করা হয়েছে। সেই কাউন্টার থেকে টিকিট কেটে বাসে উঠতে পারবেন পর্যটকেরা৷
GTA ট্যুরিজম সূত্রে খবর, বাগডোগরা বিমানবন্দর থেকে দার্জিলিং পর্যন্ত আপাতত ১২টি আসনের দুটি বাস চালু করা হয়েছে। যার মধ্যে একটি বাস দুপুর ২টো এবং আরেকটি বাস বিকেল ৪টে নাগাদ বাগডোগরা বিমানবন্দরের বাইরে থেকে বাস দুটি ছাড়বে। রোহিনী হয়ে বাস দুটি সোজা দার্জিলিঙে উঠে যাবে৷ GTA ট্যুরিজমের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে বাগডোগরা বিমানবন্দর কর্তৃপক্ষও। বিমানবন্দরের ডিরেক্টর সুব্রহ্মণ্যম পি বলেন, এরকম বাসের প্রয়োজন ছিল৷ জেলা প্রশাসনের উদ্যোগে বিমানবন্দর থেকে সরাসরি দার্জিলিং পর্যন্ত বাস পরিষেবা চালু হওয়ায় পর্যটকদের অনেক সুবিধা হল।
Post a Comment