কে কে-র মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি, জনস্বার্থ মামলা দায়েরে অনুমতি হাইকোর্টের


ODD বাংলা ডেস্ক: KK-এর মৃত্যুতে (KK Death) সিবিআই তদন্তের (CBI Investigation) দাবি জানিয়ে জনস্বার্থ মামলা (Public Interest Litigation) দায়েরের অনুমতি চেয়ে হাইকোর্টে আবেদন করা হল। মামলা দায়েরের অনুমতি দিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি। 

এই বিষয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হলে প্রধান বিচারপতির তরফ থেকে মামলা দায়ের করার অনুমোদন দেন। মামলাকারী আইনজীবীর নাম রবিশঙ্কর চট্টোপাধ্যায়। তাঁর বক্তব্য, কে কে কলকাতায় এসে অনুষ্ঠান করেন, অসুস্থ হয়ে পড়েন এবং তাঁর মৃত্যু হয়। এই গোটা ঘটনায়, বিশেষত কে কে-র মৃত্যুর জন্য কে বা কারা দায়ী তার একটা বিস্তারিত তদন্তের প্রয়োজন রয়েছে। তাঁর মতে এর জন্য সিবিআই একমাত্র উপযুক্ত সংস্থা যারা কাজটি করতে পারবে। এই দাবিতেই মামলা করতে চেয়েছেন তিনি। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে মামলা দায়েরের প্রক্রিয়া। 

ওই আইনজীবী প্রশ্ন তুলেছেন যে নজরুল মঞ্চের মতো একটা জায়গায় কীভাবে দর্শকাসনের থেকে এত গুণ বেশি দর্শক এসে ঢুকে পড়লেন! নিরাপত্তারক্ষীরাই বা কী করছিলেন। কীভাবে তৈরি হল এই বিশৃঙ্খল পরিস্থিতি-সেই প্রশ্নই তুলেছেন। এছাড়া নজরুল মঞ্চ থেকে ঢিল ছোঁড়া দূরত্বে থাকা থানাগুলির পুলিশ আধিকারিকেরা কেন কোনও ব্যবস্থা নেয়নি, এই প্রশ্নও তুলেছেন মামলাকারী আইনজীবী। এবং সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখে আদৌ তা কে কে-র মৃত্যুর জন্য দায়ী কি না, সেটা খুঁজে বের করার জন্য একমাত্র উপযুক্ত সংস্থা সিবিআই বলে দাবি তাঁর। মামলা দায়েরের প্রক্রিয়া আজই শেষ হবে। মনে করা হচ্ছে চলতি সপ্তাহেই এই মামলার বিচারপর্বও শুরু হবে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.