একাদশের বার্ষিক পরীক্ষার ফলপ্রকাশ কবে, নির্দেশিকা জারি করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ


ODD বাংলা ডেস্ক:  মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে ইতিমধ্যেই। এরই মধ্যে গভীর উৎকণ্ঠায় দিন কাটছে একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের। এই আবহে এবার একাদশের ফল প্রকাশ নিয়ে বড় ঘোষণা করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের পরই একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশের তৎপরতা শুরু করে দিল শিক্ষা সংসদ। এই আবহে সোমবার স্কুলগুলিকে একটি নির্দেশিকা পাঠিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। 

গরমের ছুটির পর ২৭ জুন থেকেই স্কুল খুলে যাবে। এই আবহে নির্দেশিকায় বলা হয়েছে, ১১ জুলাইয়ের মধ্যে একাদশ শ্রেণির প্রাকটিক্যাল পরীক্ষাগুলো শেষ করতে হবে। ৮  লক্ষেরও বেশি ছাত্র-ছাত্রী একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা দিয়েছে। এই লক্ষাধিক পড়ুয়ার ফল প্রকাশ করার জন্য স্কুলগুলিকে ১৮  জুলাইয়ের সময়সীমা বেঁধে দিয়েছে সংসদ। ২৯  জুলাইয়ের মধ্যে সেই ফল সংসদে জমাও করতে বলা হয়েছে স্কুলগুলিকে। 

প্রসঙ্গত, এবার উচ্চমাধ্যমিকের সঙ্গেই একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা নেওয়া হয়। প্রশ্নপত্র সংসদের তরফেই পাঠানো হয়েছিল বিভিন্ন স্কুলে। যদিও খাতা দেখার দায়িত্ব স্কুলের ওপরেই দিয়েছে সংসদ। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.