পরকীয়া করলে ভাল থাকে বিবাহিত জীবন? কী বলছে সমীক্ষা
ODD বাংলা ডেস্ক: অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হোক বা না হোক, অধিক সম্পর্কে নাকি পুষ্ট হয় বিবাহিত জীবন! শুনতে অবাক লাগলেও, সাম্প্রতিক এক সমীক্ষায় এমনটাই দাবি করলেন পরকীয়ায় জড়িত প্রায় ৭৭ শতাংশ মানুষ।
একটি জনপ্রিয় ডেটিং অ্যাপের পক্ষ থেকে, পরকীয়ায় জড়িত প্রায় ২০০০ জন নারী-পুরুষের উপর এই সমীক্ষা চালানো হয়। সমীক্ষায় অংশগ্রহণকারী নারীদের মধ্যে শতকরা ৭১ জন জানিয়েছেন, পরকীয়া করা সত্ত্বেও তাঁদের সাংসারিক জীবন সুখের। একই কথা জানিয়েছেন ৬৩ শতাংশ পুরুষও।
পুরুষদের মধ্যে আবার শতকরা ৮১ জনের দাবি, পরকীয়ায় জড়ানোর পর, খারাপ তো নয়ই, বরং উন্নতি হয়েছে তাদের বিবাহিত জীবনের। নারীদের মধ্যে একই মতামত শতকরা ৭২ জনের। তবে নিজেরা পরকীয়া করলেও নিজের বিবাহিত স্বামী বা স্ত্রীর পরকীয়া করা নিয়ে আপত্তি রয়েছে সিংহভাগ মানুষেরই। স্বামী বা স্ত্রী-র পরকীয়ায় জড়ানোর কোনও রকম খবর পেলে তাঁরা মারাত্মক রেগে যাবেন বলে জানিয়েছেন প্রায় ৯২ শতাংশ মানুষ। তবে মনে রাখা ভাল, যে কোনও সম্পর্কই একেবারে ব্যক্তিগত সমীকরণের উপর নির্ভরশীল। তাই এই ধরনের সমীক্ষাকে ধ্রুব সত্য বলে ধরে না নেওয়াই বিচক্ষণতার পরিচয়।
Post a Comment