অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি চিত্রপরিচালক তরুণ মজুমদার!


ODD বাংলা ডেস্ক: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি কিংবদন্তী চিত্রপরিচালক তরুণ মজুমদার। বর্তমানে SSKM হাসপাতালে চিকিৎসাধীন তিনি। ৯২ বছর বয়সী পরিচালকের কিডনিজনিত সমস্যা রয়েছে বলে জানা গিয়েছে। চিকিৎসকদের দল তাঁর চিকিৎসা করছে। প্রবাদপ্রতিম পরিচালকের আরোগ্য কামনা করছে বাংলার শিল্পীমহল। 

ভারতীয় চলচ্চিত্রে তাঁর অবদানের জন্য চারটি জাতীয় পুরষ্কারে ভূষিত হয়েছেন তিনি। সাতটি BFGA এবং পাঁচটি ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন। ১৯৯০ সালে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে। ১৯৫৯ সালে উত্তম কুমার এবং সুচিত্রা সেনের সঙ্গে 'চাওয়া পাওয়া' ছবিতে অভিনয় করেছিলেন তরুণ মজুমদার।তাপস পাল, মহুয়া রায়চৌধুরী, অয়ন বন্দ্যোপাধ্যায়, মৌসুমী চট্টোপাধ্যায়ের মতো তাবড় অভিনেতাদের প্রথম ব্রেক দিয়েছিলেন তরুণ মজুমদার। তাঁর স্ত্রী সন্ধ্যা রায়ের সঙ্গেও ২০টি ছবি বানিয়েছেন তিনি। 

১৯৬২ সালে কাচের স্বর্গ তৈরি করেছিলেন প্রবাদপ্র তিম এই পরিচালক। এই ছবির জন্যই জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি। পলাতক (১৯৬৩), নিমন্ত্রণ (১৯৭১), সংসার সীমান্তে (১৯৭৫), গণদেবতা (১৯৭৮) ছবিগুলিও প্রভূত প্রশংসা পেয়েছে। এছাড়াও বালিকা বধূ (১৯৬৭), কুহেলি (১৯৭১), শ্রীমান পৃথ্বীরাজ (১৯৭৩), ফুলেশ্বরী (১৯৭৪), দাদার কীর্তি (১৯৮০), ভালোবাসা ভালোবাসা (১৯৮৫), আপন আমার আপন (১৯৯০) এর মতো ব্লকবাস্টার ছবিও বানিয়েছেন তিনি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.