কাঁকড়া ধরতে গিয়ে বাঘের কবলে, বেঘোরে প্রাণ গেল মৎস্যজীবীর


ODD বাংলা ডেস্ক: পেটের দায়ে জঙ্গলে গিয়েছিলেন সুন্দরবনের মৎস্যজীবী বিষ্ণু মিস্ত্রি। কিন্তু, সেটাই কাল হল। বাঘের হানায় মৃত্যু হল তাঁর। মৃত্যুর খবর বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা।

বছর ৪৮-এর বিষ্ণু মিস্ত্রি দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের সাতজেলিয়া এলাকার বাসিন্দা ওই মৎস্যজীবী। পরিবার সূত্রে খবর, বুধবার সকালে বেশ কয়েকজনকে সঙ্গে নিয়ে ঝিলার জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়েছিলেন বিষ্ণু। সেখানেই ঘটে দুর্ঘটনা।

কাঁকড়া ধরার সময় আচমকা বিষ্ণু মিস্ত্রির ওপর ঝাঁপিয়ে পড়ে দক্ষিণরায়। মৃতের বন্ধুরা জানিয়েছেন, বাঘটি টানতে টানতে বিষ্ণুকে জঙ্গলের ভিতরে নিয়ে যাবার চেষ্টা করে। বিপদ অনিবার্য জেনেও সঙ্গীরা বাঘের মুখ থেকে বিষ্ণুকে ছাড়িয়ে আনার চেষ্টা করতে গিয়ে বাঘের সঙ্গে রীতিমতো লড়াই করেন তাঁর সঙ্গীরা। মৎস্যজীবীকে ছাড়িয়েও নিয়ে আসেন। সেই সময় গলায় ও কানের কাছে একাধিক ক্ষত ছিল। এত লড়াই সত্বেও শেষরক্ষা হয়নি। মৃত্যুর কোলে ঢলে পড়েন মৎস্যজীবী। বনদপ্তরের তরফে জানানো হয়েছে, মৃত মৎস্যজীবীর কাছে বৈধ কাগজপত্র ছিল কি না, তা দেখা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.