যৌন মিলনের আগে কোন খাবার খেলে কমে যায় উদ্দীপনা
ODD বাংলা ডেস্ক: সুখী দাম্পত্যের অন্যতম মূল চাবিকাঠি সুখী যৌন জীবন। তাই যৌন জীবনের উদ্দীপনা বজায় রাখা অত্যন্ত জরুরি। কিন্তু জানেন কি বিশেষ কিছু খাবার যৌন মিলনের আগে খেলে যৌনসুখে ভাটা পড়তে পারে? কোন কোন খাবার খাওয়া উচিত নয় যৌন মিলনের আগে?
১। রসুন: অন্তরঙ্গতার একটি অন্যতম প্রধান অংশই হল চুম্বন। কাছাকাছি আসার আগে রসুন খেলে মুখে তৈরি হতে পারে দুর্গন্ধ। যা দূরে ঠেলে দিতে পারে সঙ্গীকে। যদি নিতান্তই রসুন খেয়ে ফেলেন, তবে কয়েক টুকরো আপেল খেলে কিছুটা হলেও মিটতে পারে সমস্যা।
২। চিউইং গাম: অনেকেই অন্তরঙ্গতার আগে মুখের গন্ধ কমাতে চিউইং গাম চিবিয়ে নেন। বিশেষজ্ঞরা বলছেন, এতে হিতে বিপরীত হওয়ার আশঙ্কাই বেশি। চিউইং গাম চিবনোর সময়ে বায়ু ঢুকে যায় খাদ্যনালীতে। ফলে দেখা দিতে পারে ঢেকুর ও বাতকর্মের সমস্যা।
৩। দুধ ও দুগ্ধজাত খাবার: ফুলশয্যার রাতে বরকে গ্লাসভর্তি দুধ খাওয়ানোর প্রচলন রয়েছে অনেক জায়গায়। বিশেষজ্ঞরা বলছেন, অনেক মানুষই দুধের জিনিস সহ্য করতে পারেন না। বিশেষ করে যাঁরা ল্যাকটোজ ইনটলারেন্ট, তাঁরা যদি মিলনের আগে দুধ খান, তবে পেটের গোলমাল হতে পারে।
৪। স্যালাড: স্যালাড স্বাস্থ্যের পক্ষে ভাল হলেও কিছু কিছু স্যালাডে কাঁচা সব্জি ব্যবহার করা হয়। এই ধরনের কাঁচা সব্জি হজম হতে বেশি সময় লাগে। পাশাপাশি, কিছু কিছু কাঁচা সব্জি গ্যাসের সমস্যা তৈরি করে, যা মিলনের সময়ে ডেকে আনতে পারে বিড়ম্বনা।
Post a Comment