পুস্পা-র সিক্যুয়েলে অভিনয় করতে চলেছেন বিদেশি নায়িকা!
ODD বাংলা ডেস্ক: চলতি বছরের বহুল আলোচিত ছবি ‘পুষ্পা: দ্য রাইজ’। গত ডিসেম্বরের শেষের দিকে মুক্তি পায় সুকুমার পরিচালিত এ সিনেমা। মুক্তির পর বক্স অফিসে বাজিমাত করার পাশাপাশি দর্শক-সমালোচকদের ভূয়সী প্রশংসা কুড়িয়েছে এই ছবি।
‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন আল্লু অর্জুন ও রাশ্মিকা মান্দানা। শীঘ্রই ছবির দ্বিতীয় পার্টের শুটিং শুরু করবেন তারা। সিনেমাটির দ্বিতীয় পার্টেও অভিনয় করবেন আল্লু-রশ্মিকা। রশ্মিকার পাশাপাশি সিনেমাটিতে একজন বিদেশি নায়িকাও অভিনয় করবেন বলে খবর!
সূত্রের খবর, ‘‘দক্ষিণ পূর্ব এশিয়ায় ‘পুষ্পা টু’ সিনেমার কিছু অংশের শুটিং করার পরিকল্পনা করেছেন পরিচালক। সেটা সিঙ্গাপুর কিংবা তাইওয়ানে হতে পারে। আর এই অংশে বিদেশি একজন নায়িকা ‘পুষ্পা রাজ’ তথা অল্লু অর্জুনের সঙ্গে থাকবেন।’’
তবে কে অভিনয় করবেন সে বিষয়ে কিছু জানা যায়নি। এ বিষয়ে আনুষ্ঠানিক কোনও ঘোষণা করা হয়নি। ‘পুষ্পারাজ’ বিয়ে করেন শ্রীভল্লীকে, তারপর শেখাওয়াত অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন। আর এ পর্যায়ে এসে শেষ হয় ‘পুষ্পা’ সিনেমার প্রথম পার্ট। প্রথম পার্টের মতো দ্বিতীয় পার্টও পরিচালনা করবেন সুকুমার।
Post a Comment