কথা রাখল গুগল, আমেরিকা ও জাপানের সঙ্গে একই সারিতে ভারত! আসছে কোন সুবিধা



 ODD বাংলা ডেস্ক: অচেনা-অজানা রাস্তায় গাড়ি নিয়ে যাতায়াত করায় বৈপ্লবিক বদল এনেছে গুগল ম্যাপ। রাস্তার যানজট থেকে, খানাখন্দ সব কিছু নিয়েই আগেভাগে সতর্ক করে দেয় গুগল ম্যাপ। এ বার সেই তালিকা আরও বর্ধিত হল। এ বার থেকে কোন রাস্তায় কত টাকা টোল ট্যাক্স কাটতে হবে, তা-ও বলে দেবে গুগল ম্যাপ।


চলতি বছরের এপ্রিল মাসেই প্রথম এই পরিষেবা শুরু করার ঘোষণা করেছিল বিশ্বের অন্যতম প্রধান তথ্যপ্রযুক্তি সংস্থা গুগল। প্রায় দু’মাসের মাথায় অ্যান্ড্রয়েড ও আইওএস সফ্টওয়ারের জন্য এই পরিষেবার সূচনা করলেন গুগল কর্তৃপক্ষ। এই পরিষেবায়, কোন রাস্তায় টোল নেওয়া হবে আর কোন রাস্তায় নেওয়া হবে না, তা-ও এক ঝলকেই দেখতে পাবেন যাত্রীরা। সঠিক তথ্য পাওয়ার জন্য গুগল নিয়মিত স্থানীয় ভাবে টোল কেন্দ্রগুলির সঙ্গে যোগাযোগ রাখবে।


ভারত ছাড়াও আমেরিকা, জাপান ও ইন্দোনেশিয়ায় এই পরিষেবা শুরু করছে গুগল। ভবিষ্যতে অন্যান্য দেশেও এই পরিষেবা ছড়িয়ে দিতে চান তাঁরা, খবর গুগল কর্তৃপক্ষ সূত্রে। এই পরিষেবা ছাড়াও এ বার থেকে গুগল ম্যাপে দেখা যাবে বিভিন্ন শহরের ‘এয়ার কোয়ালিটি ইন্ডেক্স’ বা বায়ু দূষণের মাত্রাও।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.