কালীঘাট থেকে চলতো ট্রেন, যেত জেমস লং সরণীর ওপর দিয়েই

 


ইংরেজরা এই ট্রেনের নাম দিয়েছিল কালীঘাট-ফলতা রেলওয়েজ, সংক্ষেপে কে.এফ.আর। প্রথম বিশ্বযুদ্ধের সময়ে যুদ্ধের রসদ পরিবহনের জন্য তড়িঘড়ি করে ইংরেজরা মিশরের ডেল্টা রেলওয়েজ চালাবে বলে অনেকগুলো লাইট-ওয়েট রেল ইঞ্জিন বানায়। সেগুলোর প্রয়োজন ফুরোয় যুদ্ধ শেষের আগেই।

জানুন বাকি ইতিহাস ওপরের ভিডিও থেকে 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.