৩ উপায়: ঘরে সাজানো ফুল গরমেও তাজা থাকবে দীর্ঘ দিন

 


ODD বাংলা ডেস্ক: ফুল দিয়ে ঘর সাজাতে অনেকেই ভালবাসেন। বিশেষ করে টেবিলের উপর বাহারি ফুলদানিতে ফুল লাগালে ঘরের সৌন্দর্য আলাদাই মাত্রা পায়। আগে ঘর সাজানোর অন্যতম উপকরণ ছিল তাজা ফুল। হালেও তার ব্যতিক্রম ঘটেনি। ফুলের মিষ্টি গন্ধ ঘরের পরিবেশ বদলানোর পাশাপাশি, ভাল রাখে মনও। কিন্তু সমস্যা হচ্ছে ফুলদানিতে রাখা ফুল বেশি দিন ভাল থাকে না। সহজেই নষ্ট হয়ে যায়। রইল আসল ফুল বেশি দিন তাজা রা‌খার উপায়।


১) বাহারি গোলাপ ফুল দিয়ে ফুলদানি সাজাতে পছন্দ করেন? তা হলে অতি অবশ্যই খেয়াল রাখুন, গোলাপ ফুলের পুরো কাণ্ডটি যেন কোনও ভাবেই জলের তলায় ডুবে না থাকে। গোলাপ ফুলের কাণ্ড বেশি ছোট করে কাটবেন না। তা হলে দীর্ঘ দিন তাজা থাকবে।


২) মাঝেমাঝেই ফুলদানিতে রাখা ফুলের উপর জল স্প্রে করুন। এতে ফুল দেখতে তাজা লাগবে। সহজে নষ্টও হবে না।


৩) ফুলদানিতে ফুল রাখার সময়ে যে জল রাখেন, তাতে সামান্য পরিমাণ নুন মিশিয়ে দিতে পারেন। এতে ফুল ভাল থাকে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.