আপনার রাশি কী, খুব সহজেই জেনে নিন, এইভাবে...


ODD বাংলা ডেস্ক: রাশি শব্দের সাধারন অর্থ রাশ, সমষ্টি, স্তূপ ইত্যাদি। কিন্তু জ্যোতিষ বিদ্যায় কতোগুলি নক্ষত্রের কল্পিত আকৃতি নিয়ে রাশি কথাটি এসেছে। অর্থাৎ অনেকগুলি তারকা সমন্বয়ে ঘটিত বলেই রাশি নামকরণ হয়েছে এর। প্রাচীন মানুষজন রাশির বিশিষ্ট এবং নক্ষত্র মণ্ডলের দৃশ্যমান চিত্র অনুযায়ী ১২ টি বিভিন্ন প্রাণী ও চিহ্নের সমন্বয়ে রাশি সমুহের কল্পিত নামকরণ করেন।
 
বাংলায় প্রচলিত ১২ টি রাশি হচ্ছে মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশি। শিশুর জন্মের স্থানীয় সময়ে চন্দ্র যে রাশিতে থাকে, সেই রাশিকে শিশুর জন্ম রাশি বলা হয়।

সাধারণত পঞ্জিকার সাহায্যে রাশি নির্ণয় করা হয়। পঞ্জিকাতে বছরের প্রতিদিনের তারিখ, তিথি, লগ্ন, যুগ, রাশিফল, বিভিন্ন পর্বদিন ইত্যাদি তথ্য থাকে। আপনি যদি আপনার জন্মের সঠিক তারিখ ও সময় জেনে থাকেন তাহলে পুরনো পঞ্জিকা সংগ্রহ করে আপনার রাশি আপনি জেনে নিতে পারবেন। কিন্তু যাদের জন্মের সময় মনে নেই, শুধু তারিখ মনে আছে তারা এই প্রতিবেদনটি পরলেই নিজের রাশি জানতে পারবেন।
 
মেষ রাশি – যাদের জন্ম ইংরাজির ২১ মার্চ থেকে ২০ এপ্রিল (বাংলার ৮ চৈত্র থেকে ৭ বৈশাখ) এর মধ্যে, তাদের সকলের মেষ রাশি। মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল।
 
বৃষ রাশি – যাদের জন্ম ইংরাজির ২১ এপ্রিল থেকে ২১ মে (বাংলার ৮ বৈশাখ থেকে ৭ জ্যৈষ্ঠ) এর মধ্যে, তাদের সকলের বৃষ রাশি। বৃষ রাশির অধিপতি গ্রহ শুক্র।

মিথুন রাশি – যাদের জন্ম ইংরাজির ২২ মে থেকে ২১ জুন (বাংলার ৮ জ্যৈষ্ঠ থেকে ৭ আষাঢ়) এর মধ্যে, তাদের সকলের মিথুন রাশি। মিথুন রাশির অধিপতি গ্রহ বুধ।
 
কর্কট রাশি – যাদের জন্ম ইংরাজির ২২ জুন থেকে ২২ জুলাই (বাংলার ৮ আষাঢ় থেকে ৭ শ্রাবণ) এর মধ্যে, তাদের সকলের কর্কট রাশি। কর্কট রাশির অধিপতি গ্রহ চন্দ্র।
 
সিংহ রাশি – যাদের জন্ম ইংরাজির ২৩ জুলাই থেকে ২৩ আগস্ট (বাংলার ৮ শ্রাবণ থেকে ৮ ভাদ্র) এর মধ্যে, তাদের সকলের সিংহ রাশি। সিংহ রাশির অধিপতি গ্রহ রবি।

কন্যা রাশি – যাদের জন্ম ইংরাজির ২৪ আগস্ট থেকে ২৩ সেপ্টেম্বর (বাংলার ৯ ভাদ্র থেকে ৮ আশ্বিন) এর মধ্যে, তাদের সকলের কন্যা রাশি। কন্যা রাশির অধিপতি গ্রহ বুধ।
 
তুলা রাশি – যাদের জন্ম ইংরাজির ২৪ সেপ্টেম্বর থেকে ২৩ অক্টবর (বাংলার ৯ আশ্বিন থেকে ৮ কার্তিক) এর মধ্যে, তাদের সকলের তুলা রাশি। তুলা রাশির অধিপতি গ্রহ বুধ এবং শুক্র।
 
বৃশ্চিক রাশি – যাদের জন্ম ইংরাজির ২৪ অক্টবর থেকে ২২ নভেম্বর (বাংলার ৯ কার্তিক থেকে ৮ অঘ্রান) এর মধ্যে, তাদের সকলের বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মঙ্গল।
 
ধনু রাশি – যাদের জন্ম ইংরাজির ২৩ নভেম্বর থেকে ২১ ডিসেম্বর (বাংলার ৯ অঘ্রান থেকে ৭ পৌষ) এর মধ্যে, তাদের সকলের ধনু রাশি। ধনু রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি।

মকর রাশি – যাদের জন্ম ইংরাজির ২২ ডিসেম্বর থেকে ২০ জানুয়ারি (বাংলা ৮ পৌষ থেকে ৭ মাঘ) এর মধ্যে, তাদের সকলের মকর রাশি। মকর রাশির অধিপতি গ্রহ শনি।

কুম্ভ রাশি – যাদের জন্ম ইংরাজির ২১ জানুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি (বাংলা ৮ মাঘ থেকে ৬ ফাল্গুন) এর মধ্যে, তাদের সকলের কুম্ভ রাশি। কুম্ভ রাশির অধিপতি গ্রহ শনি।
 
মীন রাশি – যাদের জন্ম ইংরাজির ১৯ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চ (বাংলা ৭ ফাল্গুন থেকে ৭ চৈত্র) এর মধ্যে, তাদের সকলের মীন রাশি। মীন রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.