চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণা, পুলিশের জালে হাওড়ার বিজেপি নেতা


ODD বাংলা ডেস্ক:
চাকরি দেওয়ার নাম করে আর্থিক প্রতারণার অভিযোগ উঠল বিজেপি নেতার বিরুদ্ধে। চাকরিপ্রার্থীদের কাছ থেকে মোটা টাকা নেওয়ার অভিযোগের ভিত্তিতে বিজেপি নেতা সুমিত রঞ্জন কাঁড়ারকে গ্রেপ্তার করল পুলিশ। শুক্রবার রাতে অভিযুক্ত বিজেপি নেতাকে গ্রেপ্তার করে উদয়নারায়ণপুর থানার পুলিশ। ধৃতকে শনিবার উলুবেড়িয়া মহকুমা আদালতে তোলা হবে।

হাওড়ার উদয়নারায়ণপুরের ভবানীপুরে সুমিত রঞ্জন কাঁড়ারদের একটি প্রতিষ্ঠান আছে বলে খবর। সেই প্রতিষ্ঠানেই এলাকার একাধিক ছেলেমেয়ে কাজ করত। অভিযোগ, সেসময় সুমিত রঞ্জন কাঁড়ার চাকরি পাইয়ে দেওয়ার নামে ছেলেমেয়েদের কাছ থেকে টাকা নেয়। তবে চাকরি পাননি কেউই। এমনকি টাকাও ফেরত পাননি চাকরিপ্রার্থীরা।

দীর্ঘদিন চাকরি ও টাকা ফেরত না পেয়ে একমাস আগে চাকরীপ্রার্থীরা আমতা উদয়নারায়ণপুর রাস্তার ভবানীপুরে বিজেপি নেতার অফিসের সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। প্রায় ঘন্টাখানেক বিক্ষোভ চলার পর উদয়নারায়ণপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস পেয়ে চাকরিপ্রার্থীরা অবরোধ তুলে দেন। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.