নিরাপদ শারীরিক সম্পর্ক করবেন কীভাবে, মেয়েদের পরামর্শ নুসরতের


ODD বাংলা ডেস্ক:  বলিউড অভিনেত্রী নুসরাত ভরুচার বলি পারায় তার যাত্রা বেশি দিনের নয়। তবুও অভিনয়ের জাদু দিয়ে বাজিমাৎ করেছেন ভক্তদের। তাঁর ঝুলিতে রয়েছে ‘পেয়ার কা পঞ্চনামা’, ‘সোনু কে টিটু কি সুইটি’, ‘ড্রিম গার্ল’-এর মতো কিছু বাণিজ্যিক সফল সিনেমা।

২০২১ সালে তিনি নেটফ্লিক্সে ‘আজিব দাস্তান’ এবং একটি হরর ছবিতেও অভিনয় করে প্রশংসা পেয়েছেন।সম্প্রতি ভাইরাল হয়েছে তার এক ভিডিও বার্তা। সেখানে তিনি নারীদের পরামর্শ দিয়েছেন কনডম ব্যবহার করার।

সম্প্রতি একটি নিউজ পোর্টালের সঙ্গে কথোপকথনে কনডম ব্যবহার করা প্রসঙ্গে একথা বলেছেন তিনি। নুসরত বলেন, ‘একজন পুরুষ যদি একবারের জন্যও কনডম ব্যবহার না করেন তবে তাদের কোনও সমস্যা হয় না। কিন্তু তার জন্য মেয়েটি গর্ভবতী হলে মেয়েদের শরীরে ব্যাপক হরমোনগত পরিবর্তন আসে। অবশ্যই গর্ভপাত একটি বিকল্প পথ কিন্তু এটি সবসময় স্বাস্থ্যকর নয়।

গর্ভপাতের কারণে একজন মহিলার মানসিক স্বাস্থ্য সমস্যা হতে পারে। সুতরাং একজন ছেলে যদি কনডম কিনতে না চায়, সেক্ষেত্রে যেমন আমরা মেয়েরা স্যানিটারি প্যাড বহন করি তেমনি আমাদের কনডমও বহন করা উচিত। কারণ এটি আমাদের নিরাপত্তার বিষয়। আমাদের নিরাপত্তা আমাদেরই নিতে হবে।’ নুসরাতের আসন্ন সিনেমা ‘জানহিত মে জারি’ মুক্তির পথে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.