বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল কঙ্গনার 'ধকড়'! তবুও কেন আত্মবিশ্বাসী কঙ্গনা

ODD বাংলা ডেস্ক: দীর্ঘ কেরিয়ারে প্রথমবার সদ্য বড়সড় ধাক্কার মুখোমুখী কঙ্গনা রানাওয়াত। যে ছবি ঘিরে তাঁর আশা ছিল, বক্স অফিসে চুটিয়ে ব্যবসা করবে, সেটিই একেবারে সুপার ফ্লপ। গত ২০ মে বড়পর্দায় মুক্তি পেয়েছে 'ধকড়'। এখনও পর্যন্ত ১০ কোটির ব্যবসাও করতে পারেনি কঙ্গনার এই ছবি। কিন্তু তাতেও কঙ্গনার আত্মবিশ্বাস যেন একটুও কমল না! তাঁকে নিয়ে যেভাবে নেট নাগরিকরা পরিহাস করছেন, তাতেও যেন কঙ্গনার আত্মবিশ্বাস একটুও টলছে না। 

'ধকড়' ব্যর্থ হওয়ার পর প্রথমবার মুখ খুললেন কঙ্গনা। বললেন, ছবি ফ্লপ হলেও অভিনেতা হিসেবে তিনি সফল। তাঁর অভিনীত একের পর এক হিট ছবির তালিকাও প্রকাশ করলেন ইনস্টাগ্রামের স্টোরিতে। কঙ্গনা জানালেন, ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত 'মণিকর্ণিকা'  বক্স অফিসে ১৬০ কোটির ব্যবসা করেছিল। এরপর ২০২০ সালে ছিল করোনার প্রথম ঢেউ। ২০২১ সালেই মুক্তি পেয়েছিল জয় ললিতার বায়োপিক 'থালাইভি'। ওটিটিতে মুক্তি পেলেও ছবিটি যে কঙ্গনার জীবনের অন্যতম বড় কাজ, তাও জানিয়েছেন অভিনেত্রী। 

এরপর ২০২২ সালে তাঁর সঞ্চালনায় 'লক আপ' শো ঘিরে চর্চা ছিল তুঙ্গে। এবং আগামী দিনেও এই শো ঘিরে তাঁর প্রচু্র আশা, তাও লিখে জানিয়েছেন তিনি। দীর্ঘ বিরতির পর সোমবার নেট মাধ্যমে অভিনয়ের কেরিয়ারে নিজের সাফল্যের কথা তুলে ধরে কঙ্গনা এও লিখেছেন, 'সুপারস্টার কঙ্গনা রানাওয়াত বক্স অফিস কুইন অফ ইন্ডিয়া'! 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.