পরোটা ভেজে রাখলেই শক্ত হয়ে যায়? তুলতুলে নরম পরোটা বানানোর সহজ উপায় কী
ODD বাংলা ডেস্ক: বহু সময়ে আলোচনা হয় যে বাঙালিরা ভাল পরোটা বানাতে পারে না। পঞ্জাবিদের মতো তুলতুলে পরোটা নাকি কোনও দিনও বাঙালি বাড়িতে পাওয়া যায় না। বাঙালিরা নিজেদেরই নিন্দা করে থাকেন এ নিয়ে। পুর দেওয়া পরোটা হলে তো কথাই নেই। কখনওই নাকি ভাল হয় না সে পরোটা।
কিন্তু সে সব চিন্তা ছেড়ে, নিজেদের রন্ধনশৈলীর দিকে নজর দিলেই হয়। সাধারণ কিছু টোটকা জানা থাকলেই বাঙালি বাড়ির পরোটাও হবে উত্তর ভারতের হেঁশেলের মতো নরম তুলতুলে।
নরম পরোটা বানানোর জন্য কী করতে হবে?
আটা মাখার সময় থেকেই হতে হবে সচেতন। ময়দা নয়, আটা দিয়েই পরোটা বানান। মাখার সময়ে তাতে দিন এক চামচ ঘি আর এক চিমটি নুন। জল পরিমাণ মতো দিয়ে এমন ভাবে মাখুন যাতে অতিরিক্ত নরম না হয়। আটা মাখা হবে মাঝারি ধরনের। বেশি শক্ত বা বেশি নরম নয়।
এ বার অন্তত ১৫ মিনিট ঢাকা দিয়ে রেখে দিন আটা মাখা।
পরোটা হবে রুটির থেকে অল্প মোটা। রুটির মতো পাতলা করে বেলে ফেললেই মুশকিল। লেচি বানানোর সময়ে খেয়াল রাখুন।
বেলার সময়ে আর একটি কাজ করতে হবে। পরোটার প্রতি ভাঁজে সামান্য ঘি দিয়ে বেলুন।
ভাজার সময়ে তাওয়া খুব গরম করে নিন প্রথমে। তার পর আঁচ কমিয়ে একটির পর একটি পরোটা ভাজুন।
কোথাও কালচে দাগ পড়ছে মনে হলেই সেখানে এক ফোঁটা ঘি বা তেল দিয়ে দিন।
একটু চাপ দিয়ে দিয়ে পরোটা তাওয়ায় বার বার ঘুরিয়ে নিন। তা হলে সব অংশই এক ভাবে নরম থাকবে।
Post a Comment