এই একটা কাজ করতে পারলেই হয়তো প্রাণে বেঁচে যেতেন KK

ODD বাংলা ডেস্ক: কেকে-র আকষ্মিক মৃত্যুতে শোকস্পব্ধ গোটা দেশ। লক্ষ লক্ষ মানুষের কৈশোর-যৌবন-জুড়ে বিরাজ করছে যে মানুষটির কণ্ঠস্বর, তা আর কেউ শুনতে পাবেন না- এটাই সত্যি, এটাই বাস্তব। মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জনপ্রিয় এই বলিউড গায়ক। নজরুল মঞ্চে অনুষ্ঠান শেষ করে হোটেলে ফিরে আচমকা অসুস্থ। তারপর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় সঙ্গীত শিল্পী কেকে-কে (KK)।শিল্পীর আচমকা প্রয়াণে ক্ষতবিক্ষত তাঁর অগণিত অনুরাগীরা। কলকাতার এসএসকেএম শিল্পীর ময়নাতদন্ত হলে জানা যায়, হার্ট অ্যাটাকেই শিল্পীর মৃত্যু হয়েছে। 

জানা গিয়েছে, ময়নাতদন্তের জন্য হৃদযন্ত্রে ক্যাথেটার ঢুকিয়ে দেখা হয়। অনেকগুলো ছোট ছোট ব্লক দেখতে পাওয়া যায়। যার মধ্যে বাঁ দিকের আর্টারিতে একটা বড় ব্লক ছিল। সেটার প্রায় ৭০ শতাংশই ব্লক ছিল। চিকিৎকদের অনুমান, গ্র্যান্ড হোটেলেই কেকে'র হার্ট অ্যাটাক হয়েছিল। প্রচুর দৌড় ঝাঁপের কারণে লিফ্টের মধ্যে ব্লকের পরিমাণ বেড়ে যায়। হৃদযন্ত্রের চলাচল অনিয়মত হয়ে পড়ে। ফলে অজ্ঞান হয়ে পড়েন তিনি। এরপরই হৃদযন্ত্রে কাজ করা বন্ধ হয়ে যায়। যদিও একাংশের মত, যদি সঠিক সময়ে সিপিআর (Cardiopulmonary resuscitation)-এর ব্যবস্থা করা যেত, তাহলে হয়ত তাঁকে বাঁচানো যেত। 

কিন্তু লাইভ শো চলাকালীন হঠাৎ কী হল এই জনপ্রিয় গায়কের। চিকিৎসকরা জানিয়েছেন, অত্যধিক উত্তেজনা রক্ত​​​​প্রবাহ বন্ধ করে দেয়, যার ফলে কার্ডিয়াক অ্যারেস্ট হয়, যা কখনও কখনও প্রাণঘাতী হতে পারে!

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.