এইভাবে ঘর সাজালে তা পরিষ্কার করা অনেক সহজ হবে, জেনে নিন
ODD বাংলা ডেস্ক: ঘর সাজানোর ক্ষেত্রে মানুষ নিজের পছন্দমতো আসবাবপত্র কেনেন। পরে সেই আসবাবের ধরন অনুযায়ী নির্ধারিত হয় কীভাবে পুরো ঘর পরিষ্কার করতে হবে। তাই আসবাবপত্র কেনার সময় খেয়াল রাখা দরকার সেটা যেন পরিষ্কার করা সহজ হয়।
যদি এমনভাবে ঘর সাজাতে চান যাতে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সহজ হয় তাহলে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেগুলোও জানিয়েছেন তিনি এক প্রতিবেদনে।
নিচে ফাঁকা থাকে এমন আসবাবপত্র কিনুন
যে কোনো আসবাবপত্র কেনার সময় খেয়াল রাখতে হবে, যা পায়ার ওপর দাঁড়িয়ে থাকে। আবার যেসব ‘ক্যাবিনেট’ মেঝেতে দাঁড়ায় না, সরাসরি দেয়ালে আটকে থাকে এমন আসবাব দিয়ে ঘর সাজানো সম্ভব হলে আরও ভালো। এতে আসবাবপত্রের নিচে জমা হওয়া ধুলো ময়লা সহজেই পরিষ্কার করা যায়।
দেওয়ালে যেমন রং ব্যবহার করা উচিত
ঘরে যদি এমন পোষ্য থাকে যে সারা ঘরে ঘুরে বেড়ায় কিংবা শিশু থাকে যারা দেয়ালে আঁকাআঁকি করে তবে ‘ম্যাট ফিনিশ পেইন্ট’ দেওয়ালে ব্যবহার করা যাবে না। বরং ব্যবহার করতে হবে চকচকে রং। ‘গ্লসি’ রং ব্যবহার করলে দেয়াল থেকে দাগ তুলে ফেলা সহজ হয়।
সোফা কিনতে হবে ভালোমানের
সহজে পরিষ্কার করা যায় এমন সোফা বেছে নেওয়ার ক্ষেত্রে খেয়াল করতে হবে, সোফার কভার কী দিয়ে তৈরি। চামড়ার সোফা সহজেই পরিষ্কার করে ফেলা যায়। তবে মনে রাখতে হবে তরল কিছু পড়ার সঙ্গে সঙ্গেই তা মুছে ফেলতে হবে। আর প্রতিবছর একবার ‘কন্ডিশনিং’ করতে হবে।
কাপড়ের সোফা যদি পছন্দ হয় তবে সহজে দাগ লাগে না এমন ‘মাইক্রোফাইবার’য়ের কভার বেছে নিতে হবে। অথবা কভার খুলে ধোয়া যায় ও প্রয়োজনে বদলে ফেলা যায় এমন সোফা নিলে আরও ভালো।
আর কভারের রং যত গাঢ় নেবেন ততই মঙ্গল। দাগ লাগলেও সহজে চোখে পড়বে না। তবে ঘরে পোষা কুকুর বেড়াল থাকলে গাঢ় রংয়ের সোফার কভার সমস্যার কারণ হতে পারে।
খোলা তাক বাদ দিন
রান্নাঘর থেকে বসার ঘর সবখানেই পাল্লা ছাড়া তাকগুলো দেখতে সুন্দর লাগে তাতে কোনো সন্দেহ নেই। তবে সমস্যা হল পাল্লা না থাকায় সবসময়ই তাতে ধুলো জমবে এবং পরিষ্কার করতে হবে ঘন ঘন।
তাই কাচের দরজা বসিয়ে নিন। এতে তাকের ভেতরে থাকা সুন্দর বাসনগুলো যেমন দেখা যাবে তেমনি ধুলো থেকেও সুরক্ষিত থাকবে দীর্ঘসময়।
Post a Comment