বর্ষা এল দক্ষিণবঙ্গে, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে ভাসতে পারে কলকাতা


ODD বাংলা ডেস্ক: কলকাতা সহ দক্ষিণবঙ্গে বর্ষা এসে গিয়েছে। এর জেরে তাপমাত্রাও আগের থেকে একটু কম। আজ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আকাশ মূলত মেঘলাই থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাসও রয়েছে দক্ষিণবঙ্গজুড়ে। বর্ষার বৃষ্টি বিক্ষিপ্তভাবেই চলবে। তবে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে মৌসুমী বায়ু বা বর্ষা এলেও আগামী চার পাঁচ দিনে ভারী বৃষ্টির কোন লক্ষণ নেই বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। 

আজ কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩১ থেকে ২৬ ডিগ্রির মধ্যে থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩.৪ ডিগ্রি, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫.৮ ডিগ্রি। বাতাসে সর্বোচ্চ জলীয় বাষ্পের পরিমাণ থাকবে সর্বাধিক ৯৩ শতাংশ। বাতাসে জলীয় বাষ্পের ন্যূনতম পরিমাণ ৬২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়ছে ৫.৬ মিলিমিটার।

এদিকে, উত্তরবঙ্গের সব জেলাতেই বর্ষা প্রবেশ করে গিয়েছে। বেশ কিছু জায়গায় ভারি বৃষ্টি থেকে অতি ভারি বৃষ্টি হবে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারের এই জেলা গুলিতেই একটু বেশিই বৃষ্টি হবে। ১৯ তারিখ পর্যন্ত বৃষ্টি চলবে বলে জানান হয়েছে। দার্জিলিং ও কালিম্পং এ, ভূমিধসের সম্ভবনা রয়েছে। উত্তরবঙ্গের সমস্ত নদীতে জলস্তর বৃদ্ধির সম্ভবনা থাকছে। আজকেও কলকাতায় বজ্র্য-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভবনা থাকছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.