বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়, আটকে প্রায় ২৫০০ পর্যটক


ODD বাংলা ডেস্ক: ভারি বৃষ্টির সতর্কবার্তা জারির আটচল্লিশ ঘণ্টার মধ্যেই ভয়ঙ্কর পরিস্থিতি উত্তরবঙ্গ ও সিকিমে। অতিবৃষ্টির জেরে ধস নামা, বাড়ি ধসে পড়া, রাস্তা ভেসে যাওয়া থেকে বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ায় বিপর্যস্ত কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং ও সিকিমের বিস্তীর্ণ এলাকা। ধসের জেরে গ্যাংটক থেকে উত্তর সিকিমের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বেহাল হয়ে গিয়েছে। আটকে পড়েছেন প্রায় আড়াই হাজার পর্যটক। গাড়ি খাদে পড়ে যাওয়া ছাড়াও গাড়ির উপরে পাথর পড়ে সব মিলিয়ে মোট সাত জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে সিকিমের বাসিন্দা ৫জন। তার মধ্যে তিন জন পুলিশ কর্মী বলে সিকিম প্রশাসন সূত্রে জানা গিয়েছে। 

আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা অনুসারে অতিবৃষ্টি চলবে অন্তত ১৯ জুন পর্যন্ত। অতিবৃষ্টির জেরে শিলিগুড়িতেও ১০ নম্বর জাতীয় সড়কের বালাসন নদীর উপরে তৈরি ফেয়ারওয়েদার সেতু বেহাল হয়ে পড়ায় সকালে প্রায় ঘণ্টা চারেক যান চলাচল বন্ধ হয়ে যায়। বুধবার রাত থেকে নাগাড়ে বৃষ্টি চলছে কোচবিহারেও। শহরের কেশব রোড, রাজ রাজেন্দ্রনারায়ণ রোডে হাঁটু জল জমেছে। জেলার নিচু এলাকাগুলিতেও বেশ কিছু গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে বলে খবর।

গ্যাংটকের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের হিসেব অনুযায়ী, জুন মাসের প্রথম দুই সপ্তাহে এ বার রেকর্ড পরিমাণ ৬৩২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। গত এক দশকে এমন অতিবৃষ্টির নজির নেই। এই পরিস্থিতিতে রাজ্য সেচ দপ্তরের পক্ষ থেকে উত্তরবঙ্গের তিস্তা, তোর্সা, জলঢাকা, কালজানি নদীর উপরে বিশেষ নজর রাখা হচ্ছে। অতিবৃষ্টির জেরে বৃহস্পতিবার সকালে তিস্তা ও জলঢাকা নদীর অসংরক্ষিত এলাকায় হলুদ সঙ্কেত জারির পাশাপাশি গজলডোবায় তিস্তা ব্যারাজের বেশ কয়েকটি গেট খুলে দেওয়া হয়। জলপাইগুড়ির সেচ দপ্তরের আধিকারিক দেবব্রত দত্ত বলেন, ''দুপুরের দিকে পাহাড়ে বৃষ্টি নিয়ন্ত্রণে আসায় তিস্তা ও জলঢাকায় জলের উচ্চতা বৃদ্ধি অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। তবে ফের বৃষ্টি হলে পরিস্থিতি কোনদিকে গড়াবে সেটা অনুমান করা কঠিন।'' উত্তর সিকিমের বেহাল দশায় বিপাকে পর্যটন ব্যবসায়ীরাও। এখনও উত্তরবঙ্গে পর্যটন মরসুম চলছে। অথচ অতিবৃষ্টির জেরে সিকিমের লাচুং, ইয়ুমথাঙ ও চুঙথাঙের পরিস্থিতি বেহাল। ধস নেমে বেশ কিছু এলাকায় রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে সিকিম পর্যটন দপ্তর এদিন উত্তর সিকিমে কোনও পর্যটককে ঢুকতে দেয়নি। আটকে পড়া পর্যটকদের উদ্ধার করার পরিকল্পনা চলছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.