ম্যারাথনে বান্ধবী! ‘ফিনিশিং লাইন’-এ আংটি পরিয়ে প্রেমের প্রস্তাব তরুণের

 


ODD বাংলা ডেস্ক: প্রেম প্রস্তাবের এমন দৃশ্য সচরাচর দেখা যায় না। তরুণী আমেরিকার বিখ্যাত বাফেলো ম্যারাথনের প্রতিযোগী। দৌড়ে আসছিলেন ট্র্যাক ধরে। কিন্তু ফিনিশিং লাইনের কাছে তাঁর জন্য এমন চমক অপেক্ষা করছিল কে জানত! ম্যারাথনের ফিনিশিং লাইনে আংটি হাতে হাঁটু মুড়ে তাঁর জন্য অপেক্ষা করছিলেন তাঁর প্রেমিক ক্রিস্টোফার জেমস। ঘটনাটি ঘটেছে ২৯ মে, নিউ ইয়র্কের বাফেলো ম্যারাথনের। আমেরিকার বাসিন্দা ওই তরুণী ম্যাডিসন সম্প্রতি পুরো ঘটনাটির ভিডিয়ো ইনস্টাগ্রামে ভাগ করে নিয়েছেন। কয়েক মুহূর্তের মধ্যে প্রায় ১৪ লক্ষ মানুষ এই ভিডিয়োটি দেখে ফেলেছেন। ভিডিয়োটির উপরে ম্যাডিসন লিখেছেন, ‘‘ফিনিশিং লাইন থেকেই আমার জীবনের নতুন অধ্যায় শুরু হল। তোমাকে অনেক ভালবাসি ক্রিস্টোফার।’’


ম্যাডিসন জানিয়েছেন, ক্রিস্টোফার তাঁর জীবনের অন্যতম মূল্যবান সম্পদ। সব সময় বিভিন্ন ভাবে তাঁকে সহযোগিতা করেন। ম্যাডিসন যখন প্রতি দিন সকালে দৌড়ের অনুশীলন করতে যান সেই সময় ক্রিস্টোফার অল্প গতিতে বাইক চালিয়ে নিয়ে তাঁর পাশে পাশে যান। ম্যাডিসন আরও জানিয়েছেন, ক্রিস্টোফার সব সময়ই তাঁকে নতুন নতুন চমক উপহার দিয়ে থাকেন। তবে এমন বিশেষ দিনে, গুরুত্বপূর্ণ মুহূর্তে সর্বসমক্ষে সম্পর্কের এমন স্বীকৃতি ম্যাডিসনের কাছে সত্যিই অকল্পনীয় ছিল। পুরো ঘটনাটিকে ‘রূপকথার মতো’ বলে জানিয়েছেন তিনি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.