বিয়ের দিন একই পোশাকে সেজেছে শাশুড়ি, রাগে বিয়ে ভেঙে দিলেন কনে
ODD বাংলা ডেস্ক: বিয়ে ভাঙার অনেক রকম কারণ শোনা যায়। তবে এমন কারণ কেউ আগে শুনেছেন কি না বলা কঠিন। বিয়ের দিন একই পোশাকে হাজির বরের মা ও হবু স্ত্রী। আর হবু শাশুড়ি অবিকল তার মতো সেজে এসেছেন দেখে বিয়ে ভেঙে দিলেন কনে।
অজ্ঞাতপরিচয় এক নারী নেটমাধ্যমে ভাগ করে নিয়েছেন নিজের এই অভিজ্ঞতা। শাশুড়ি আর হবু বরের সঙ্গে তোলা একটি ছবি প্রকাশ করে উগরে দিয়েছেন নিজের ক্ষোভও। মুখের অংশ কালো করে দেওয়ায় কারও পরিচয় জানা যাচ্ছে না। আর তাতে আরো অদ্ভুত মনে হচ্ছে বিষয়টি। কে কনে আর কে শাশুড়ি পোশাক দেখে চেনার কোনো উপায় নেই।
নেটাগরিকরা অবশ্য পুরো বিষয়টি নিয়ে দ্বিধা বিভক্ত। একদল সমর্থন করেছেন কনেকে। মন্তব্য করেছেন, যে শাশুড়ি বিয়ের দিন এমন অদ্ভুত কাণ্ড ঘটাতে পারেন, তার সঙ্গে না থাকাই শ্রেয়। এক জন লিখেছেন, বিয়ের দিন সব মেয়েই চান, যেন তাকে সবার চেয়ে আলাদা লাগে দেখতে। কিন্তু শাশুড়ি এমন সেজে এসেছেন যে ফুলের তোড়া হাতে না থাকলে বোঝাই যেত না কার বিয়ে হচ্ছে। উল্টো দিকে কেউ কেউ আবার জানিয়েছেন, শুধু পোশাক বিভ্রাটের জন্য বিয়ে না ভাঙলেও পারতেন তিনি।
Post a Comment