এবার লিপস্টিকের ব্যবসা করবেন মুকেশ আম্বানি!


ODD বাংলা ডেস্ক:  আমেরিকান কসমেটিক কোম্পানি রেভলন কিনে নিতে পারেন মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। জানা গিয়েছে, দেউলিয়া ঘোষণার পরে নিলামে ওঠা এই সংস্থাকে কিনতে পারে রিলায়েন্স। সম্প্রতি Revlon Inc. ঋণের জালে আটকে পড়ে তা শোধ করতে না পারায় দেউলিয়া হওয়ার জন্য আবেদন করেছে। যদিও এখনই এ নিয়ে মুখ খোলেনি রিলায়েন্স। তবে জল্পনার কথা চাউর হতেই লাফিয়ে বেড়েছে রেভলনের শেয়ার। একধাক্কায় শেয়ারের দাম বেড়েছে ৮৭ শতাংশ।

রিলায়েন্স যদি সত্যিই মার্কিন কোম্পানি Revlon Inc-কে কেনে, তবে খুচরো ও টেলিকম সেক্টরের পর এবার প্রসাধনী সামগ্রীতেও নাম লেখাবে আম্বানির রিলায়েন্স। একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে, রিলায়েন্স এখন ফ্যাশন এবং পার্সোনাল কেয়ার সেক্টরের দিকে নজর দিয়েছে। এই সেক্টরে প্রতিষ্ঠানটি স্ব-মহিমায় বিরাজ করার জন্য মাটি শক্ত করার 

Revlon Inc 90 বছর ধরে ব্যবসা চালাচ্ছে। এই কোম্পানির সুনাম আজও অক্ষুন্ন। সর্বপ্রথম নেইল পলিশ বিক্রি করতেই বাজারে এসেছিল এই কোম্পানিটি। ১৯৩২ সালে চার্লস রেভসন এবং জোসেফ রেভসন নামে দুই ভাই এই ব্যবসা শুরু করেছিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.