রিলায়েন্স জিও-র চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন মুকেশ আম্বানী
ODD বাংলা ডেস্ক: রিলায়েন্স জিওর পরিচালকের পদ থেকে ইস্তফা মুকেশ আম্বানির। দায়িত্ব তুলে দিলেন বড় ছেলে আকাশের হাতে। ২৭ জুন থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
শেয়ার বাজারে নাম নথিভুক্তির সময় রিলায়েন্স জিওর তরফে বলা হয়েছে ২৭ জুনের সভায় কোম্পানির বোর্ড আকাশ আম্বানিকে পরিচালন পর্ষদের চেয়ারম্যান হিয়েবে নিয়োগের অনুমোদন দিয়েছে। তবে মুকেশ আম্বানি জিও প্ল্যাটফর্ম লিমিটেডের চেয়ারম্যান হিসেবে থাকবেন। এই সংস্থা রিলায়েন্স জিও-সহ সব জিও ডিজিটাল পরিষেবা ব্র্যান্ডের মালিক।
আকাশ আম্বানি আমেরিকার ব্রাউন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক। তিনি নতুন প্রযুক্তি ও ক্ষমতার বিকাশে জড়িয়ে রয়েছেন। তিনি ডেটা ও প্রযুক্তিকে সবার কাছে আরও অ্যাক্সেসযোগ্য করার জন্য কাজ চালিয়ে যাবেন বলে কোম্পানির তরফে বলা হয়েছে।
২৭ জুন রিলায়েন্স জিও-র বোর্ডের সভায় পাঁচ বছরের জন্য রিলায়েন্স জিওর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পঙ্কজ মোহন পাওয়ারকে নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি রামিন্দর গুজরাল ও কেভি চৌঘুরীকে স্বাঘী পরিচালক নিযুক্ত করা হয়েছে।
TRAI-এর তথ্য অনুসারে এই মুহূর্তে দেশের বৃহত্তম টেলিকম অপারেটর রিলায়েন্স জিও। এপ্রিলে তারা ১৬.৮ লক্ষ মোবাইল গ্রাহক পেয়েছে।
Post a Comment