হঠাৎই পিএসসি চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিলেন মুকুল রায়
ODD বাংলা ডেস্ক: আচমকাই বিধানসভার পিএসি চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিলেন মুকুল রায়। সূত্রের খবর, একটি ইমেল করে তাঁর এই পদত্যাগের কথা জানানো হয়েছে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে। ইস্তফার কারণ হিসেবে শারীরিক অসুস্থতার কথা জানিয়েছেন মুকুল। যদিও এখনও পর্যন্ত এই নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি তৃণমূল নেতার তরফে।
উল্লেখ্য, ২০১৭ সালে তৃণমূল ছেড়ে BJP-তে যোগদান করেছিলেন মুকুল রায়। একুশের বিধানসভা নির্বাচনে তিনি গেরুয়া শিবিরের প্রতীকে লড়াই করেছিলেন কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে। তাঁর বিপরীতে তৃণমূলের তারকাপ্রার্থী কৌশানীকে হারিয়ে জয়ী হয়েছিলেন মুকুল। এরপর ২০২১ সালের ১১ জুলাই BJP ছেড়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে ঘরওয়াপসি হ/ মুকুল রায়ের। তারপর মুকুলকে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান (PAC Chairman) পদে মনোনীত করে শাসকদল। যদিও খাতায়-কলমে তিনি রয়েছে BJP বিধায়কই। এই নিয়ে শুরু হয় জলঘোলা। একাধিকবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুকুলের বিধায়ক পদ খারিজের দাবি জানিয়েছেন। ঘটনা গড়িয়েছে আদালতেও।
BJP-র টিকিটে জয়ী মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন BJP বিধায়ক অম্বিকা রায়। কিন্তু, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দেন, মুকুল রায় BJP-তেই রয়েছেন। ফলে তাঁর বিধায়ক পদ খারিজ হচ্ছে না।
Post a Comment