উত্তর কোরিয়ায় ছড়িয়ে পড়ছে এক অজ্ঞাত মহামারি!
ODD বাংলা ডেস্ক: উত্তর কোরিয়ার কৃষি অঞ্চলে এক অজ্ঞাত মহামারির প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বৃহস্পতিবার সেদেশের সরকারি সংবাদ সংস্থা এই খবর জানিয়েছে।
এমন সময় কিমের দেশে নতুন মহামারির খবর এল, যখন সেই দেশ ইতিমধ্যেই করোনা মহামারি এবং খাদ্য ঘাটতির মোকাবিলা করতে হচ্ছে। জানা গিয়েছে, উত্তর কোরিয়ার শাসক কিম জং উন বুধবার পশ্চিমের বন্দর শহর হাইজুতে ‘তীব্র অন্ত্রের মহামারিতে আক্রান্ত রোগীদের সাহায্য করার জন্য ওষুধ পাঠিয়েছেন। তবে আক্রান্তের সংখ্যা প্রকাশ করা হয়নি সংবাদ সংস্থার তরফে।
সংবাদ সংস্থাার তরফে জানানো হয়েছে, ‘(কিম) মহামারি সংক্রান্ত পরীক্ষা এবং বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে আক্রান্তের বিষয়টি নিশ্চিতের জন্য এবং যত দ্রুত সম্ভব মহামারির বিস্তার রোধ করার জন্য সন্দেহভাজন আক্রান্তদের আইসোলেশনে রাখার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন।’
দক্ষিণ কোরিয়ার এক কর্মকর্তা জানিয়েছেন, মহামারিটি কলেরা বা টাইফয়েড বলে সন্দেহ করা হচ্ছে। সরকার প্রাদুর্ভাব পর্যবেক্ষণ করছে। দক্ষিণ কোরিয়ার গুপ্তচর সংস্থা এর আগে আইন প্রণেতাদের জানিয়েছিল, উত্তর কোরিয়ায় করোনভাইরাস প্রাদুর্ভাবের ঘোষণা করার আগেই সেখানে টাইফয়েডের মতো জলবাহিত রোগগুলি ছিল।
Post a Comment