মন দিয়ে অনলাইন ক্লাস করার পুরস্কার, মালকিনের সঙ্গে ‘স্নাতক’ পোষা বিড়ালও

 


ODD বাংলা ডেস্ক: বিশ্ববিদ্যালয়ের সমার্বতন অনুষ্ঠানে নজর কেড়ে নিল গুটিসুটি মেরে থাকা এক বিশেষ ‘পড়ুয়া’। পড়াশোনায় দারুণ মনোযোগী। বছরভর বিশ্ববিদ্যালয়ের কোনো অনলাইন ক্লাসই বাদ পড়েনি। তার অধ্যবসায়ের পুরস্কারও জুটেছে। সম্প্রতি টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে ফ্রান্সেসকা বোরদিয়েরের মতোই ‘স্নাতক’ হয়েছে তার পোষা বিড়াল সুসি।

কাগজেকলমে সুসির ঝুলিতে স্নাতকস্তরের ডিগ্রি নেই বটে। তবে তাকে দেখা গিয়েছে সমাবর্তন অনুষ্ঠানে আসা পড়ুয়াদের মতোই চিরাচরিত কালো গাউন এবং চৌকো টুপিতে। নেটমাধ্যমে সাড়া ফেলে দিয়েছে অস্টিনের বাসিন্দা ফ্রান্সেসকার একটি পোস্ট। তাতেই দেখা গিয়েছে সুসিকে। ফ্রান্সেসকার পাশেই সমাবর্তনের পোশাকে বসে রয়েছে তার পোষা বিড়ালটি।


ইনস্টাগ্রামে নিজেদের ছবি পোস্ট করে টেক্সাস বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ফ্রান্সেসকা লিখেছেন, যে কয়টি জুম লেকচারে অংশ নিয়েছি, তার সবকয়টিতেই ছিল আমার বিড়াল। ফলে আমরা দু’জনেই টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়েছি! দুইয়ের এ হেন কীর্তিতে বাহবা দিচ্ছেন অনেকে। নেটমাধ্যমে এক জনের মন্তব্য, বহু দিন পর এ ধরনের একটা মিষ্টি পোস্ট দেখলাম। তোমাদের দু’জনকেই অভিনন্দন!


সুসি যে কতটা মনোযোগী পড়ুয়া, তা জানিয়েছেন ফ্রান্সেসকা। তিনি বলেন, মহামারিতে বেশির ভাগ সময়ই আমাকে অ্যাপার্টমেন্টে কাটাতে হয়েছে। পড়াশোনার সময় আমার বিড়ালটি পাশে বসে থাকত। যখনই অনলাইনে লেকচার চলত, মন দিয়ে সে সব শুনতে চাইত। এমনকি, সব সময়ই আমার ল্যাপটপের পাশে বসে থাকত।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.