প্রথম কী দেখছেন ছবিতে, তা-ই কি বলে দিতে পারবে আপনার মনের অবস্থা?

 


ODD বাংলা ডেস্ক: কয়েক দিন ধরেই নেটমাধ্যমে ঘুরছে বিচিত্র ‘দৃষ্টিবিভ্রম’ বা ‘অপটিক্যাল ইলিউশনের’ একটি ছবি। অনেকেই দাবি করেন, এই ধরনের ছবি আমাদের মস্তিষ্কের বিভিন্ন দিক উন্মোচিত করে। এ বার তেমনই একটি ছবি ঝড় তুলেছে নেটমাধ্যমে।


কালো প্রেক্ষাপটে কয়েকটি সাদা গম্বুজ রয়েছে ছবিটিতে। কিন্তু গম্বুজগুলির আকার এমনই, যে তা কালো রঙের প্রেক্ষাপটে দেখে মনে হতে পারে যে দু’জন মানুষ মুখ নিচু করে মুখোমুখি দাঁড়িয়ে রয়েছেন। কিন্তু এই ধরনের ছবির কি কোনও অন্তর্নিহিত অর্থ আছে?


ছবিটি যাঁরা নেটমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন তাঁদের দাবি, যদি কেউ প্রথমে গম্বুজ দেখতে পান তবে তিনি নাকি জীবনে সুরক্ষিত থাকতে পছন্দ করেন। আর যাঁরা প্রথমে মুখোমুখি দাঁড়িয়ে থাকা দু’জন মানুষকে দেখছেন, তাঁরা মানসিক ভাবে আবদ্ধ বোধ করছেন। তবে এই দাবির পিছনে কোনও বিজ্ঞানসম্মত কারণ আছে কি না, তা উল্লেখ করেননি কেউই। ফলে এই ধরনের দাবিকে ধ্রুব সত্য না ভেবে গোটা অপটিকাল ইলিউশনটিকে নিছক মজার জিনিস ভাবাই বিচক্ষণতার পরিচয় বলে মত বিশেষজ্ঞদের।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.