এবার মেয়ের বিয়ের টাকা দেবে মোদী সরকীর, কীভাবে পাবেন, জেনে নিন

ODD বাংলা ডেস্ক: মেয়ের বিয়ের জন্য নতুন প্রকল্প আনল কেন্দ্রীয় সরকার। 'প্রধানমন্ত্রী শাদি শগুন' যোজনার মাধ্যমে মেয়ের বিয়ের সময় সরকার ৫১,০০০ টাকা আর্থিক সাহায্য দিচ্ছে।  কারা এই প্রকল্পের টাকা পাবেন, কোথায় আবেদন করতে হবে- জেনে নিন সবকিছু...।

কেন্দ্র ও রাজ্য সরকার মহিলাদের সামাজিক অবস্থার উন্নতির জন্য অনেক প্রকল্প পরিচালনা করে। কন্যাসন্তানের জন্ম থেকে শুরু করে তার শিক্ষা ও বিবাহের খরচ পর্যন্ত বাবা-মা যেন কোনও প্রকার সমস্যার সম্মুখীন না হন, সেই কারণেই এই প্রকল্প এনেছে সরকার। কেন্দ্রীয় সরকারের এই স্কিমের আওতায় আসতে গেলে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে নিন। 

  • এই স্কিমের সুবিধা নিতে কন্যাকে কমপক্ষে স্নাতক হতে হবে।
  • এর সঙ্গে অবশ্যই তাকে সংখ্যালঘু সমাজের সাথে যুক্ত হতে হবে।
  • মুসলিম, শিখ, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান ও পারসি সমাজের মেয়েরা এই স্কিমের সুবিধা পাবেন।
  • এই স্কিমের সুবিধা নিতে আপনার কাছে মেয়ের জন্মের শংসাপত্র, স্কুলের মার্কশিট, পারিবারিক রেশন কার্ড, বাবা-মায়ের ব্যাঙ্কের পাসবুক, আধার কার্ড, আবাসনের সার্টিফিকেট থাকতে হবে। আবেদন সম্পন্ন হওয়ার পর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়।

Government Scheme: আবেদনের পদ্ধতি-

  • এর জন্য প্রথমে আপনি মাওলানা আজাদ এডুকেশন ফাউন্ডেশনের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে- https://www.india.gov.in/  এ ক্লিক করুন।
  • এখানে আপনাকে স্কলারশিপ অপশন নির্বাচন করতে হবে।
  • এতে 'শাদি শগুন যোজনা ফর্ম' নির্বাচন করুন।
  • এখানে ফর্মে জিজ্ঞাসা করা সমস্ত তথ্য পূরণ করুন।
  • এরপরে এটি জমা দিন।
  • এর পরে রেজিস্ট্রেশন স্লিপ যত্ন করে রেখে দিন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.