গরমে নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ! রোদের দাপট কি কমবে?


ODD বাংলা ডেস্ক: 
চটচটে ঘাম আর্দ্রতাজনিত অস্বস্থিকর গরমে নাজেহাল কলকাতা সহ দক্ষিণ। জুনের শুরুতে রাজ্যে বর্ষার প্রবেশ ঘটলেও সেভাবে ভেজেনি দক্ষিণ। আবহাওয়া দফতর জানাচ্ছে, চলতি বছর দক্ষিণবঙ্গে বর্ষা দুর্বল। এ সপ্তাহেও দক্ষিণের জন্য সেরকম কোনও সুখবর শোনাতে পারেনি আবহাওয়া দফতর। দু-এক পশলা বৃষ্টি ছাড়া স্বস্তির খবর নেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জন্য।

আকাশে চলছে মেঘ-রোদের খেলা। তেমন বৃষ্টি না হলেও বাতাসে আপেক্ষিক আর্দ্রতার বাড়বাড়ন্তের জন্য অস্বস্তিকর অবস্থা দক্ষিণবঙ্গের। দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা সহ দক্ষিণে। ফলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও সে ভাবে জাঁকিয়ে বসতে পারেনি বর্ষা।তথ্য বলছে, জুন মাসে ৪০ শতাংশ বৃষ্টি কম হয়েছে দক্ষিণবঙ্গে। কলকাতায় সেই পরিসংখ্যানটা ৬৪ শতাংশ। সঙ্গে বাড়তি আপেক্ষিক আর্দ্রতা নাজেহাল করেছে শহরবাসীকে।

মঙ্গলবারও কলকাতায় দিনভর থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। এদিন বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বাধিক ৮০ শতাংশ এবং সর্বনিম্ন ৪২ শতাংশ। অন্যদিকে, উত্তরবঙ্গ ভাসছে বৃষ্টিতে। এদিনও ভারি থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুধু এমাসেই উত্তরের জেলাগুলিতে ৫১ শতাংশ অতিবৃষ্টি হতে পারে। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় কয়েক পশলা ভারি বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টির জেরে জল বাড়তে পারে তিস্তা সহ উত্তরের নদীগুলিতে । 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.