শুরু হল জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব, কিন্তু বঞ্চিত থাকবেন তীর্থযাত্রীরা


ODD বাংলা ডেস্ক: শুরু হল জগন্নাথদেবের স্নানযাত্রা। এ উপলক্ষ্যে ফের বন্ধ হল পুরীর জগন্নাথ মন্দিরের দরজা। সোমবার বেলা ৩টে পর্যন্ত বন্ধ থাকবে জগন্নাথদেবের মন্দির। এই সময় মন্দির চত্বরে প্রবেশ করতে দেওয়া হবে না কোনও দর্শনার্থীকে। রথযাত্রার আগে এদিন থেকেই পুরীর মন্দিরে শুরু হচ্ছে বিশেষ 'সেনাপাতা লাগি' (Senapata Lagi) অনুষ্ঠান।

মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, শ্রীমন্দিরে এদিন থেকেই স্নানযাত্রার আচার শুরু হয়। যেখানে জগন্নাথদেব, বলরাম এবং সুভদ্রার বিগ্রহকে স্নান করানোর জন্য বকুল গাছের পাতা ব্যবহার করা হয়। বিগ্রহের গলায় চারমালা পরানো হয়। মন্দিরের সেবায়েতরা এই রীতি পালন করেন। এদিনই বিকেল চারটে নাগাজ মন্দিরে পালিত হয় 'পাহান্ডি' অনুষ্ঠান। 'দিব্য স্নান' এবং 'গজ বেশ'-এর পর জগন্নাথদেব, বলরাম এবং সুভদ্রার সামনে বিশেষ পুজো অর্পণ করা হয়।

প্রসঙ্গত,এই মুহূর্তে অসংখ্য ভক্ত সমাগম হয়েছে পুরীতে। নিরাপত্তার কথা মাথায় রেখে একগুচ্ছ পদক্ষেপ গ্রহণ করেছে ওডিশা সরকার। সমুদ্রপাড়ে এবং জগন্নাথ মন্দিরের আশপাশের সমস্ত হোটেল প্রায় কানায় কানায় পূর্ণ। তৎপর ওড়িশা পুলিশও।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.