পঞ্জিকা দেখে মঙ্গলে পাড়ি দিয়েছিল ISRO: আর মাধবনের দাবিতে উত্তাল নেটপাড়া
ODD বাংলা ডেস্ক: ১ জুলাই মুক্তি পেতে চলেছে Rocketry: The Nambi Effect। তার আগে আবারও শিরোনামে এলেন ছবির পরিচালক তথা মুখ্য অভিনেতা আর মাধবন। আর এরই মাঝে ট্রোলের শিকার হতে হচ্ছে অভিনেতাকে। কিন্তু, কেন? আসলে সম্প্রতি এক অনুষ্ঠানে গিয়ে মাধবন দাবি করেছেন, পঞ্জিকা দেখে মঙ্গলের কক্ষে রকেট পাঠিয়েছিল ISRO। তিনি জানান, মঙ্গল অভিযানের আগে পঞ্জিকায় চোখ রেখেছিল ইসরো। যে ভিডিওতে অভিনেতা ওই কথাগুলি বলছেন সেটি আগুনের গতিতে ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। এক টুইটার ইউজার ওই ভিডিও শেয়ার করে লেখেন, "সকলে বিজ্ঞান বুঝবে, সেটা ভাবাটা সত্যিই সঠিক নয়। অনেকেই বিষয়টি সম্পর্কে অজ্ঞ হতে পারেন। না বুঝলে চুপ করে থাকুন না। এত কথা বলতে যাবেন না। বেফাঁস বললে সেটা নিয়ে বেকার বেকার খিল্লি হবে।"
অপর নেটিজেনের কথায়, "মাধবনের এই মন্তব্য বোকামিতে ভরা। হিজিবিজি কীসব বলে গেলেন উনি! তথ্য না জেনে এসব কথা কেন যে বলেন এঁরা, কে জানে!" আরও এক নেটিজেন এদিন ISRO-র ওয়েবসাইটের লিঙ্ক অভিনেতার প্রোফাইলে সেঁটে লেখেন, "আপনি বললেন বলে জানলাম। ISRO-র সাইটেও এরকম কোনও তথ্য ছিল না। আপনি বললেন তাই আমাদের এত কিছু জানার সৌভাগ্য হল।" এভাবেই নেট দুনিয়ায় মাধবন ব্যশিং চলছে। কেউ সরাসরি আক্রমণ করছেন তাঁকে। কেউ আবার কটাক্ষ করছেন অভিনেতাকে।
উল্লেখ্য, গত ১২ জুন নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে দেখানো হয়েছে আর মাধবনের Rocketry: The Nambi Effect ছবির ট্রেলার। ISRO -র ইঞ্জিনিয়ার Nambi Narayanan -এর জীবনের আধারে তৈরি হয়েছে এই ছবিটি। যা পরিচালনা করেছেন মাধবন নিজে। ছবিতে নাম্বি নারায়ণনের ভূমিকাতেও দেখা যাবে অভিনেতাকে। NASDAQ -এর বিলবোর্ডে ওই ছবির ট্রেলারটি দেখানো হয়েছিল। মাধবন সহ তাঁর টিম টাইমস স্কোয়ারে উপস্থিত হয়েছিলেন ওই ট্রেলার দেখার জন্য। ভিড়ের মাঝে একটি চেয়ারে বসে থাকতে দেখা গিয়েছে Nambi Narayanan -কেও।
New York -এর প্রোমোশনাল ইভেন্টের ভিডিয়ো ইনস্টাগ্রামে শেয়ার করেন অভিনেতা তথা পরিচালক। ক্যাপশনে তিনি লেখেন, "Rocketry ছবির ট্রেলার লঞ্চ হল টাইমস স্কোয়ারে। NASDAQ Billboard -এ ওই ট্রেলার দেখানো হল।" ওই ট্রেলারে মাধবন, Simran এবং Suriya -কে দেখা গিয়েছে এদিন। ওই পোস্টের কমেন্ট বক্সে এষা দেওল এদিন লেখেন, "অসাম!" অভিনেতা রোহিত রায় লেখেন, "ওয়াহ! মুবারক মেরে ভাই।"
Post a Comment