ফের একসঙ্গে দেখা যাবে রণবীর-দীপিকাকে


ODD বাংলা ডেস্ক:
কথায় বলে পুরনো চাল ভাতে বাড়ে। আর পুরনো প্রেম... বোধহয় স্মৃতিতে। না হলে বিচ্ছেদের প্রায় দশ বছর পরে আবারও একসঙ্গে; না, এ বাস্তব জীবনের গল্প নয়। পর্দায় ফের জুটি বাঁধতে চলেছেন রণবীর কাপুর এবং দীপিকা পাড়ুকোন। ২০১৫ সালে শেষবার এ দুই অভিনেতাকে একসঙ্গে দেখা গেছে ‘তামাশা’ ছবিতে। তারপর থেকেই আলাদা পথ ধরে হাঁটতে শুরু করেন দুই সুপারস্টার।

ইতিমধ্যেই শোনা যাচ্ছে, নির্মাতা পুনিত মালহোত্রা একটি প্রজেক্টের জন্য দুই অভিনেতাকে কাস্ট করেছেন। এদিকে পর্দায় আবারও দীপিকা পাড়ুকোন এবং রণবীর কাপুরের দুর্দান্ত কেমিস্ট্রি দেখা যাবে জানতে পারা মাত্রই খুশি হয়ে গিয়েছেন ভক্তরা।
 
প্রশ্ন উঠেছে, কোন ছবিতে একসঙ্গে কাজ করতে যাচ্ছেন তারা? জানা গেছে, ফুল লেন্থ ফিল্ম নয়, বরং একটি বিজ্ঞাপনী ছবির জন্য আবারও জুটি বাঁধছেন রণবীর এবং দীপিকা। একটি Beverage Brand Endorse করার সিদ্ধান্ত নিয়েছেন দীপিকা ও রণবীর। সেই বিজ্ঞাপনই পরিচালনা করতে চলেছেন পুনিত মালহোত্রা।

এর আগেও একটি রঙের কোম্পানির হয়ে বিজ্ঞাপনী ছবি শুট করেছেন দুই তারকা। এমনকি তারা ওই ব্র্যান্ডের অ্যাম্বাসেডর ছিলেন। বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী, অয়ন মুখোপাধ্যায়ের 'ব্রহ্মাস্ত্র' ছবিতেও দীপিকা ক্যামিও হিসেবে থাকছেন। এছাড়া জুটি হিসেবে দীপিকা এবং রণবীরের ভক্ত রয়েছে অসংখ্য।

এদিকে রণবীর কাপুর বর্তমানে শ্রদ্ধা কাপুরের সঙ্গে একটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত আছেন। সঙ্গে চালিয়ে যাচ্ছেন ‘ব্রহ্মাস্ত্র’ এবং ‘শমসেরা’ সিনেমার প্রচার। সামনে দীপিকা পাড়ুকোনের দুটো সিনেমা ‘দ্য ইন্টার্ন’ এবং ‘পাঠান’ রয়েছে মুক্তির অপেক্ষায়। পাঠান সিনেমায় দীপিকার বিপরীতে আছেন শাহরুখ খান। আর আজই জানা গেল রণবীর-আলিয়ার কোল আলো করে আসছে তাঁদের প্রথম সন্তান!

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.