'ব্রহ্মাস্ত্র'-এর ট্রেলারের পরই নতুন চমক! প্রকাশ্যে এল রণবীরের 'শমশেরা'র পোস্টার
ODD বাংলা ডেস্ক: সম্প্রতি মুক্তি পেয়েছে রণবীর কাপুর-আলিয়া ভাট অভিনীত ব্রহ্মাস্ত্র ছবির ট্রেলার। যে ট্রেলার থেকে মানুষের মনে তৈরি হয়েছে এক রাশ আশা।আর এরই মধ্যে প্রকাশ্যে এল রণবীরের পরবর্তী সিনেমা ‘শমশেরা’-র পোস্টার, যে ছবিতে তাঁকে দেখা যাবে ডাকাত চরিত্রে। পোস্টার মুক্তির পর প্রশংসায় ভাসছেন তিনি। রণবীর চেহারায় যে পরিবর্তন এনেছেন তা দেখে অনেকেই চমকে উঠছেন।
এর আগে ছবির একটি মোশন পোস্টার প্রকাশ করেছিলেন নির্মাতারা। সেখানে অবশ্য রণবীরকে দেখা যায়নি। তবে ব্যাকগ্রাউন্ডে তাকে কথা বলতে শোনা যায়, 'ডাকাতি তার পেশা কিন্তু ধর্ম স্বাধীনতা।'
‘শমশেরা’ ছবির প্রযোজনা করছে যশ রাজ ফিল্মস। পরিচালনায় করণ মালহোত্রা। জানা গেছে, সিনেমায় এক ডাকাত সম্প্রদায়ের গল্প তুলে ধরা হবে, যারা ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিল। চলতি বছর জুলাইয়ে এটি মুক্তির কথা রয়েছে। ২০১৮ সালে 'সঞ্জু'র পর আর বড়পর্দায় দেখা যায়নি রণবীরকে। তবে এবার ‘শমশেরা’ ছাড়াও অয়ন মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’, সন্দীপ সিং ভাংগার ‘অ্যানিমেল’ ও লাভ রঞ্জনের একটি সিনেমায় দেখা যাবে রণবীরকে।
Post a Comment