''ওদের দেখিয়ে দেব যে আমরাও পারি'', 'ব্রহ্মাস্ত্র' হাতে দক্ষিণী ইন্ডাস্ট্রিকে এক হাত নিলেন রণবীর
অভিনেতার দাবি, তার এই ছবি যেন দক্ষিণে সমান জনপ্রিয়তা পায়। তিনি বলেন, “আমি চাই এই ছবি দক্ষিণের সব রেকর্ড ভেঙে দিক, ওদের দেখিয়ে দেব যে আমরাও পারি। আমরা সকলের জন্য সিনেমা বানিয়েছি, সাউথের কিছু মানুষদের থেকে সাহায্য এবং প্রমোশন কিংবা মার্কেটিংয়ের মাধ্যমে দক্ষিণেও আমরা সমান আলোড়ন তুলতে চাই”।
সারা ভারতবর্ষ জুড়ে রিলিজ করবে এই ছবিটি। মুক্তি পাবে তামিল তেলেগু ভাষাতেও। রণবীরের বক্তব্য, ভাষার এক গুরুত্বপূর্ন প্রভাব রয়েছে। এটা সঠিক জায়গায় মানুষকে টেনে নিয়ে যেতে পারে। দক্ষিণ প্রদেশের নানা ছবি রিলিজ করেছে গোটা ভারতজুড়ে, তাদের সাফল্য ছিল দেখার মত!
প্রসঙ্গত, প্রায় বছর পাঁচেক পর এই ছবির মাধ্যমে কামব্যাক করছেন রণবীর কাপুর। তিনি ছাড়াও রয়েছেন আলিয়া ভাট, অমিতাভ বচ্চন, নাগার্জূন এবং অনেকেই। বিগত কয়েকবছর ধরে শুটিং হয়েছে সিনেমাটির। মাঝখানে বেশ কিছু সময়ের বিরতি কিন্তু অবশেষে রিলিজের পথে রণবীরের নতুন ছবি।
Post a Comment