ক্ষমা চেয়ে বানাতে হবে ভিডিও, শর্তসাপেক্ষে জামিন রোদ্দুর রায়ের
তবে আদালতের নির্দেশ, জাতীয় পতাকার অপমান করার জন্য রোদ্দুরকে ভিডিও করে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। সোশ্যাল মিডিয়াতে চাইতে হবে ক্ষমা। ৫ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে শর্তসাপেক্ষে জামিন পান রোদ্দুর রায়। জাতীয় পতাকা সংক্রান্ত যে বিতর্কিত মন্তব্য করেছিলেন তা আর করা যাবে না, নির্দেশ আদালতের।
ফেসবুকে ভিডিও বানিয়ে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করেঅশালীন ভাষা প্রয়োগের অভিযোগ উঠেছিল রোদ্দুর রায়ের বিরুদ্ধে।আর তাই গত ৭ জুন, গোয়া থেকে তাঁকে গ্রেফতার করে কলকাতা পুলি পাটুলি থানা, চিৎপুর ও হেয়ার স্ট্রিট থানায় রোদ্দুর রায়ের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে প্রথমে ১২০বি, ৪১৭, ১৫৩, ৫০১, ৫০৪, ৫০৫, ৫০৯ ধারায় মামলা দায়ের হয়। এরপর যুক্ত হয় ১৫৩এ, ৪৬৫, ৪৬৭, ৪৬৮,৪৬৯ ধারা অর্থাৎ সম্মানহানি, অশালীন মন্তব্য,বিদ্বেষমূলক,অপরাধমূলক ষড়যন্ত্র,ঘৃনা প্রদর্শন সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়। সেই মামলার তদন্তে নেমেই গ্রেফতার করা হয়েছিল রোদ্দুর রায়কে।
Post a Comment