চুলের সমস্যায় নাজেহাল? সমাধান পেতে পারেন সৈন্ধব লবণের ব্যবহারে।



 ODD বাংলা ডেস্ক: শরীর ও ত্বকের যত্ন নিতে বহু কাল আগে থেকেই সৈন্ধব লবণ ব্যবহৃত হয়ে আসছে। সাধারণ লবণের চেয়ে সৈন্ধব লবণে সোডিয়ামের পরিমাণ অনেক কম। ফলে চিকিৎসকরাও মাঝেমাঝে সৈন্ধব লবণ খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। ত্বকের জন্য যে সৈন্ধব লবণ উপকারী তা অনেকেই জানেন। কিন্তু চুলের যত্ন নেয়, তা জানতেন কি? সৈন্ধব লবণে রয়েছে আয়রন, ক্যালশিয়াম, পটাশিয়ামের মতো উপকারী কিছু উপাদান। যা চুলের বৃদ্ধি করে এবং সেই সঙ্গে মাথার ত্বকে রক্ত সঞ্চালনও উন্নত করতে সাহায্য করে।


সৈন্ধব লবণ কী ভাবে যত্ন নেয় চুলের?


খুশকি প্রতিরোধে


সৈন্ধব লবণে রয়েছে অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য। যা খুশকির সমস্যা দূর করতে সাহায্য করে। যেহেতু সমুদ্রের নোনা জল থেকে এই লবণ তৈরি হয় তাই এক্সফোলিয়্যান্ট হিসাবেও দারুণ কাজ করে এটি।


মাথার ত্বকের রক্তসঞ্চালন বৃদ্ধি করে


চুলের স্বাস্থ্য ভাল রাখতে রক্ত সঞ্চালন প্রক্রিয়া ভাল হওয়া জরুরি। আর সৈন্ধব লবণ সেই কাজটিই করে। স্ক্রাবার হিসাবেও দারুণ কাজ করে সৈন্ধব লবণ। মাথার ত্বকের রক্ত প্রবাহ বাড়াতে সৈন্ধব লবণ মাসাজ করতে পারেন কাজ দেবে।


তৈলাক্ত চুলের যত্নে


যাঁদের চুল খুব তৈলাক্ত চুলের যত্ন নিতে অনায়াসে ব্যবহার করতে পারেন সৈন্ধব লবণ। চুলের তৈলাক্ত ভাব কমিয়ে একটা আলাদা ঔজ্জ্বল্য আনে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.