ইডির কাছে হাজিরার আগেই করোনা আক্রান্ত সনিয়া গান্ধী


ODD বাংলা ডেস্ক:
করোনা আক্রান্ত কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধি। ন্যাশনাল হেরাল্ডের অর্থ তছরূপের অভিযোগে তাঁকে ও রাহুল গান্ধিকে তলব করেছিল ইডি। সেই তলবের ভিত্তিতে হাজিরা দেওয়ার কথা আগামী ৮ জুন। আর তার আগেই সনিয়া করোনা আক্রান্ত হওয়ায় হাজিরা নিয়ে তৈরি হয়েছে ঘোর অনিশ্চয়তা। কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা সনিয়া গান্ধির কোভিড পরীক্ষার ফলাফল সম্পর্কে সাংবাদিকদের জানান বৃহস্পতিবার। তার এক দিন আগেই রাহুল ও সনিয়া অর্থ তছরূপের তদন্তে ইডি-র সামনে হাজির হওয়ার জন্য আরও সময় চেয়েছিলেন।

এদিন রাহুল গান্ধি এজেন্সির সামনে হাজির হননি এবং হাজির হওয়ার জন্য আরও সময় চেয়েছেন। বুধবার দেরিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে চিঠি দিয়ে কংগ্রেস নেতা বলেছিলেন যে তিনি বর্তমানে ভারতে নেই এবং সংস্থার সামনে হাজির হওয়ার জন্য আরেকটি তারিখ দেওয়া হোক।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.