ভাল নেই পরিচালক তরুণ মজুমদার, হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী
বঙ্গ রাজনীতিতে বরাবরই মমতা-বিরোধী মুখ হিসেবে দেখা গিয়েছে তরুণ মজুমদারকে। সেই বিভাজন দূরে সরিয়ে যেভাবে বর্ষীয়ান পরিচালকের খোঁজ নিতে হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, পরিচালককে দেখতে হাসপাতালে যান রাজনীতিবিদ কান্তি গঙ্গোপাধ্যায়, বিমান বসুরাও।
তাঁর চিকিৎসায় বিশেষ মেডিক্যাল বোর্ড তৈরি করা হয়েছে। দলে রয়েছেন মেডিসিন বিশেষজ্ঞ সৌমিত্র ঘোষ, হৃদরোগ বিশেষজ্ঞ সরোজ মণ্ডল, নেফ্রোলজিস্ট অর্পিতা চৌধুরী, সিসিইউ বিশেষজ্ঞ অসীম কুণ্ড। বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় পরিচালক তরুণ মজুমদার বাংলা ছবির জগতে একের পর এক অভিনেতাদের প্রথম ব্রেক দিয়েছেন। একের পর এক হিট ছবি তাঁর ঝুলিতে। ‘বালিকা বধূ’, ‘শ্রীমান পৃথ্বীরাজ’, ‘দাদার কীর্তি’, ‘ভালবাসা ভালবাসা’, ‘আলো’ তার মধ্যে উল্লেখযোগ্য। ‘১৯৬২’-তে ‘কাচের স্বর্গ’ ছবির জন্য জাতীয় পুরস্কারও পান পরিচালক।
Post a Comment