সেনা মানেই কি যুদ্ধ? শিশু কোলে অফিসারের ‘দরদি’ ছবি দেখে চোখে জল অনেকের

 


ODD বাংলা ডেস্ক: চার দিকে মন খারাপ করার মতো ঘটনার অভাব নেই। সে সব ঘটনার ছবি দেখলে আরও ধাক্কা লাগে। কিন্তু হঠাৎ দেখতে পাওয়া কিছু ছবি মন ছুঁয়ে যায়। এমনই হয়েছে সম্প্রতি নেটমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবি ঘিরে।


গুজরাতের মন্ত্রী হর্ষ সঙ্ঘভি সম্প্রতি টুইটারে একটি ছবি সকলের ভাগ করে নিয়েছেন। সেখানে দেখা যাচ্ছে, এক সেনা অফিসার অ্যাম্বুল্যান্সে বসে এক সদ্যোজাতকে কোলে নিয়ে দুধ খাওয়াচ্ছেন। তাঁর চোখমুখে দেখা যাচ্ছে আবেগ। দেখেই বোঝা যাচ্ছে শিশুটির প্রতি বেশ যত্নশীল মনোভাব তাঁর।


এই ছবি ছড়িয়ে পড়তেই আপ্লুত বহু নেটাগরিক। অনেক ক্ষেত্রেই সেনার কষ্টের কথা ওঠে। কখনও ওঠে সেনার অত্যাচারের প্রসঙ্গ। কিন্তু সে সবের বাইরে গিয়ে সেনা অফিসারের ‘দরদি’ ভঙ্গি মন কেড়েছে অনেকের।


একটি ছবিতে আবার দেখা যাচ্ছে, এক সেনা অফিসারের কোলে শুয়ে শিশুটি। আর এক সেনা অফিসার কাপড় নিয়ে তার মুখ মোছাতে যাচ্ছেন। সেনা অফিসারদের এই ভূমিকায় দেখে আপ্লুত নেটাগরিকরা। ছবিটি ইতিমধ্যেই লাইক করেছেন কুড়ি হাজারের বেশি মানুষ। অন্যদের সঙ্গে ভাগও করে নিয়েছেন অনেকে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.