ইউটিউব থেকে নিয়েছিলেন চুরির পাঠ! সেই শিক্ষা পরখ করতে সিঁদ কাটলেন প্রতিবেশীর ঘরে



 ODD বাংলা ডেস্ক: মুম্বইয়ের বাসিন্দা বছর ৩৮-এর দিলশান শেখ। পেশায় কাঠের মিস্ত্রী। পাশাপাশি ইউটিউব দেখার নেশাও রয়েছে তাঁর। সেখানেই কোনও এক ভিডিয়ো থেকে পাঠ নেন দরজা ভাঙার। কিন্তু কতটা শিখলেন তা পরখ করে দেখতেই নিজের পাড়ার একটি আবাসনের ফ্ল্যাটে সিঁদ কাটেন।


দিলশান আগে থেকেই জানতেন যে, সে দিন ওই ফ্ল্যাটের বাসিন্দারা থাকবেন না। এমন সুবর্ণ সুযোগ তাই হাতছাড়া করতে চাননি তিনি। ইউটিউব থেকে নেওয়া শিক্ষা প্রয়োগ করে দরজা ভেঙে ফ্ল্যাটে ঢোকেন দিলশান। তার পর নগদ টাকা সহ ১০ লক্ষ টাকার গয়না চুরি করে মুম্বই থেকে উত্তরপ্রদেশ চম্পট দেন তিনি। চুরির খবর পৌঁছায় মুম্বই পুলিশের কাছে। তদন্তে নেমে উত্তর প্রদেশ থেকে দিলশানকে গ্রেফতার করে মুম্বই পুলিশ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.