বছরের কোন মাসে বিশ্বে সবথেকে বেশি মানুষ জন্মায়?



 ODD বাংলা ডেস্ক: কথায় বলে, জন্ম (Birth) কিংবা মৃত্যু সমস্ত কিছুই নির্ভর করে ভাগ্যের উপর। সারা বিশ্বে কখন কার জন্ম হবে, কখন কার মৃত্যু হবে, তা আগে থেকে নির্ধারিত থাকে না। এর পিছনে তেমন বিজ্ঞানসম্মত যুক্তিও বিশেষ পান না গবেষকরা। তবে, মজার বিষয়, বছরের বারো মাসের মধ্যে একটি মাসে সবথেকে বেশি মানুষের জন্ম হয় অন্যান্য মাসের তুলনায়। তেমনই তথ্য প্রকাশ করছেন গবেষকরা। তাহলে দেখে নেওয়া যাক, বারো মাসের মধ্যে কোন মাসে সারা বিশ্বে সবথেকে বেশি মানুষের জন্ম হয়।


কোন মাসে সবথেকে বেশি মানুষের জন্ম হয়-


গবেষকরা জানাচ্ছেন, বিজ্ঞানসম্মত না হলেও শিশুর জন্মের ক্ষেত্রে আবহাওয়া অনেকটাই নির্ভর করে। মরসুম এবং আবহাওয়া একটা বড় ভূমিকা পালন করে জন্মের ক্ষেত্রে। কিন্তু কোন মাসে সবথেকে বেশি মানুষ জন্মগ্রহণ করে তা জানা আছে? গবেষকরা এই প্রশ্নের উত্তর হিসেবে জানাচ্ছেন অগাস্ট মাস। এর পিছনে বেশ কিছু কারণও জানাচ্ছেন তাঁরা। গবেষকদের মতে, অগাস্ট মাসের আবহাওয়া শিশুর জন্মের উপর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশ্বের নানা প্রান্তে এই সময়ের আবহাওয়া তুলনায় শিশুর জন্মের জন্য মনোরম থাকে। একটি তালিকাও তাঁদের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে। যে তালিকার মাধ্যমে দেখা গিয়েছে, অন্যান্য মাসের তুলনায় অগাস্ট মাসেই সবথেকে বেশি শিশু জন্ম নিয়েছে। এই তালিকা কোনও একটি নির্দিষ্ট বছরের নয়। বরং, বছরের পর বছর ধরে একই তথ্য প্রকাশ করছেন তাঁরা। অগাস্ট মাস ছাড়া শিশুর জন্মের পরিসংখ্যানের হিসেবে কাছাকাছি থাকে সেপ্টেম্বর। 


উল্লেখ্য, এই পরিসংখ্যান কিংবা তথ্য যাচাই করেনি এবিপি লাইভ। গবেষক এবং বিশেষজ্ঞরা নানা সময়ে সারা বিশ্বে নানা সমীক্ষা করেন। এবং সেই তথ্য প্রকাশ করেন। সেই তথ্যই পাঠকদের উদ্দেশে তুলে দেওয়া।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.