বাড়তি রুটি ফেলে না দিয়ে প্যাক বানান, রইল রুটির তৈরি ফেসপ্যাকের হদিশ

 


ODD বাংলা ডেস্ক: রোজ সকালে উঠে এই বাসি রুটি ফেলে দেওয়া একটি বড় কাজ। টাকা খরচ করে কেনা রুটি কার ফেলে দিতে ইচ্ছে হয়। এবার থেকে আর এই রুটি ফেলবেন না। ত্বকের যত্নে ব্যবহার করুন আটার রুটি। জেনে নিন কীভাবে।      


রাতে অনেকেই রুটি খান। সেই অনুসারে মায়েরা রোজ রাতে রুটি বানান। কেউ আবার কিনে আনেন। তবে, রোজই সংখ্যায় একটি বেশি করে রুটি থাকে। কোনও দিন তরকারি ভালো খেতে হলে রুটিটা খাওয়া হয়ে যায়। আবার অধিকাংশ দিনই তা নষ্ট হয়। রোজ সকালে উঠে এই বাসি রুটি ফেলে দেওয়া একটি বড় কাজ। টাকা খরচ করে কেনা রুটি কার ফেলে দিতে ইচ্ছে হয়। এবার থেকে আর এই রুটি ফেলবেন না। ত্বকের যত্নে ব্যবহার করুন আটার রুটি। জেনে নিন কীভাবে।      


রুটি, ওটস, দুধ, হলুদ ও গোলাপ জল দিয়ে প্যাক বানান। দুটো রুটি নিয়ে ছিঁড়ে কুচি কুচি করে নিন। তারপর একটি পাত্রে এই রুটি নিন। এতে মেশান ওটস, দুধ। ভালো করে চটকে নিন। এবার হলুদ বেটে নিন। দুধের মিশ্রণে দিন সেই হলুদ। এবার দিন গোলাপ জল। ভালো করে মেশান। খুব ঘন মনে হলে তাতে অল্প করে জল দিন। ভালো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি ত্বকে লাগান। শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তারপর ধুয়ে নিন। অন্তত ২০ মিনিট রেখে ধুয়ে নেবেন। হালকা করে ঘষে ধুয়ে নিন। এতে রোমকূপে জমে থাকা নোংরা মুহূর্তে দূর হবে। তেমনই ত্বক হবে উজ্জ্বল। এবার থেকে এই প্যাক ব্যবহার করুন নিয়ম করে। এতে ত্বকে হবে উজ্জ্বল তেমনই দূর হবে রোমকূপে জমে থাকা নোংরা।  


ত্বকের যত্নে আমরা অনেকেই ঘরোয়া টোটকা মেনে চলি। আবার কেউ কেউ বাজার চলতি নানান প্রোডাক্ট ব্যবহার করে থাকি। ত্বকে সারা বছরই নানা রকম সমস্যা লেগে থাকে। গরমে বাড়তে থাকে এই সকল সমস্যা। এই সময় ত্বকের চুলকানি, তৈলাক্ত ভাব, কালো প্যাক থেকে শুরু করে ব্রণ- নানান সমস্যা দেখা দেয়। এই সকল জটিলতা থেকে মুক্তি পেতে চাইলে মেনে চলুন বিশেষ টোটকা। আজ রইল বাসি রুটির তৈরি ফেসপ্যাক। রুটি, ওটস, দুধ, হলুদ ও গোলাপ জল দিয়ে প্যাক বানান। এতে ত্বক হবে উজ্জ্বল। দূর হবে ত্বকের সকল জটিলতা। ত্বকের জন্য বেশ উপকারী এই প্যাক। সপ্তাহে অন্তত ৩ দিন এই প্যাক ব্যবহার করুন। উপকার পাবেন এই প্যাক ব্যবহারে। তাই বাসি রুটি আর ফেলে না দিয়ে তা ত্বকে লাগান।   

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.