‘পাসুরি’ গানের তালে নাচলেন রাকুল
ODD বাংলা ডেস্ক: কোক স্টুডিও পাকিস্তানের ‘পাসুরি’ গান এখন মানুষের মুখে মুখে। এবার জনপ্রিয় এই গানের তালে নাচলেন অভিনেত্রী রাকুল প্রীত সিং।
পাকিস্তানের শিল্পী আলি শেঠি ও শায় গিলের গাওয়া এই গান সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ঝড় তুলেছে। এই গানের তালে নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন রাকুল। এতে তাকে পুরো কালো পোশাকে দেখা গেছে। আর তার নাচে মুগ্ধ ভক্তরা। প্রকাশের পর ভাইরাল হয়েছে এটি।
ভিডিওর ক্যাপশনে জনপ্রিয় এই নায়িকা লিখেছেন, এটা এখন আমার সবচেয়ে প্রিয় গান। ডিম্পল কোটেচা (কোরিওগ্রাফার) সেরাটা দেওয়ার জন্য ধন্যবাদ।
ভিডিওর নিচে মন্তব্য করেছেন এই অভিনেত্রীর প্রেমিক জ্যাকি ভাগনানি। তিনি লিখেছেন, তুমি কি আমাকে এই নাচটা শেখাবে?
বর্তমানে রাকুলের ঝুলিতে বেশ কয়েকটি সিনেমা রয়েছে। এই অভিনেত্রীর ‘মিশন সিন্ডেরেলা’, ‘ডক্টর জি’, ‘থ্যাংক গড’, ‘আয়ালান’, ‘ছাত্রিওয়ালি’ প্রভৃতি সিনেমাগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে।
Post a Comment