প্রেমিকা নাকি সৎবোন! সংশয়ও ভাঙতে পারছে না দু’বছরের সম্পর্ক
ODD বাংলা ডেস্ক: দিন কয়েকের সম্পর্ক নয়। কিন্তু বোনকে চিনতেন না দিদি। হঠাৎ জানতে পারলেন, একই ব্যক্তির সঙ্গে সম্পর্কে ছিলেন দু’জনের মা। এ বার চিন্তা, তাঁরা নিজের দুই প্রেমিকা না দুই বোন বলবেন!
আমেরিকার এই দুই তরুণীর নাম মার্সিডিজ এবং কার্লে। যুগলে নেটমাধ্যমে নিজেদের এই সমস্যার কথা জানিয়েছেন। কতটা আতান্তরে পড়েছেন তাঁরা, সে কথাও বলেছেন দুই তরুণী। প্রশ্ন তুলেছেন, এর পরও একসঙ্গে থাকলে কি তা ভুল হবে, নাকি আগের মতোই সম্পর্কে থাকতে পারেন তাঁরা!
দুই ‘বোনের’ কাহিনি পড়েছেন অনেকেই। দেখেছেন, কী ভাবে নিজেদের সম্পর্ক নিয়ে চিন্তা বাড়ছে দু’জনের মধ্যেই। তাই কারও কারও মত, একটি ডিএনএ পরীক্ষা করিয়ে নেওয়াই শ্রেয়। তবে আর মনের মধ্যে কোনও সংশয় থাকবে না। ডিএনএ পরীক্ষার ফল কী আসে, সেই মতো ঠিক করতে পারবেন মার্সিডিজ আর কার্লে, এর পর কোন সম্পর্কে জোর দিতে চান তাঁরা। তার উত্তরে দুই তরুণীর বক্তব্য, ‘আমাদের খুব ভয় করছে।’
আর এক নেটাগরিক আবার লিখেছেন অন্য একটি কথা। তাঁর বক্তব্য, ‘আমি জানতাম না তোমরা কারা। কিন্তু তোমাদের সম্পর্কের কথা পড়ার আগেই ছবি চোখে পড়ল। প্রথমে দেখেই মনে হয়েছে, তোমরা দুই বোন।’
তবে এ সব চিন্তার থেকে বেরিয়ে এসে আগের মতো দিনযাপনের পরামর্শও দিয়েছেন কেউ কেউ। এক ব্যক্তি লিখেছেন, ‘কিছু কথা না জানলেও চলবে। নিজেদের মতো করে ভাল থাকো।’
Post a Comment