সপ্তাহে এক বার স্নান করেন প্রেমিকা, জানতে পেরে প্রেমিক যা করল
ODD বাংলা ডেস্ক: পরিচ্ছন্নতার সংজ্ঞা সবার কাছে এক নয়। এবার পরিচ্ছন্নতাকে কেন্দ্র করেই সম্পর্ক ভাঙার উপক্রম হলো এক প্রেমিক-প্রেমিকার।
সম্প্রতি নেটমাধ্যমে এক নারী দাবি করেন, তিনি সপ্তাহে এক বার স্নান করেন। তার পুরুষসঙ্গী বিষয়টি জানতে পারেন। আর জানার পরই তিনি বলেছেন, যদি ওই নারী রোজ স্নান না করেন, তবে তার সঙ্গে কোনো মতেই শোবেন না।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই নারী জানিয়েছেন, এক দিন নিজের প্রেমিকের সঙ্গে ঘুরতে বেরিয়েছিলেন তিনি। রাতে ফিরে আসার পর প্রেমিক জানান, তিনি সে দিনই নিজের বিছানার চাদর বদলেছেন। তাই পোশাক বদলে পরিচ্ছন্ন হয়ে বিছানায় উঠতে। তখনই ওই নারী বলে ফেলেন যে, সপ্তাহে এক বার স্নান করেন তিনি। তারপরই তার প্রেমিক জানান, একসঙ্গে শুতে গেলে আগে তাকে স্নান করে আসতে হবে।
গোটা বিষয়টি নিয়ে দু’ভাগ নেটাগরিকরা। কেউ কেউ বলছেন, কোনো প্রেমিকই এভাবে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারেন না প্রেমিকার উপর। অন্য দিনে নেটগরিকদের একাংশের মতে পরিচ্ছন্নতার অধিকার সবার রয়েছে। বিছানায় উঠতে না দিয়ে ঠিকই করেছেন ওই প্রেমিক।
২০১৮ সালের একটি সমীক্ষা বলছে, পরিছন্নতার অভাব অনেক ক্ষেত্রেই পারস্পরিক অপছন্দের কারণ হতে পারে। সমীক্ষাটি বলছে, সঙ্গী অপরিচ্ছন্ন হলে প্রায় ৭১ শতাংশ মানুষ হারিয়ে ফেলেন মিলনের আগ্রহ।
Post a Comment