প্রচণ্ড রোদেও ধরে রাখুন মেকআপ, জেনে নিন টিপস

 


ODD বাংলা ডেস্ক: প্রচন্ড গরমে বেরোতেই হবে৷ উপায় নেই৷ কিন্তু মেকআপ ছাড়া কোথাও যাওয়া যায় কি? এই তীব্র গরমে যাতে মেকআপ গলে না যায়, তার জন্য কিছু টিপস রইল৷ ঘরোয়া এই টিপস কাজে লাগালে, গরমেও আপনার মুখ থাকবে ঝকঝকে, তরতাজা৷


মেক আপ করতে অনেক সময় লাগে, কিন্তু রোদে তা গলতে শুরু করলে, খুবই করুণ অবস্থার মধ্যে পড়তে হতে পারে আপনাকে৷ তাই মেনে চলুন কিছু টিপস৷ এই গরমে এই ছটি টিপস ব্যবহার করলে আপনার মেক আপ আর গলে যাবে না৷


১. হাইড্রেট করুন

ঋতু যাই হউক নে কেন, ময়শ্চারাইজার লাগাতে ভুলবেন না৷ যদি আপনার ত্বকে আর্দ্রতা কম থাকে তাহলে সে নিজেই সেবাম উৎপন্ন করে সেই ঘাটতিটা পূর্ণ করবে, যা বেস মেক আপটা খারাপ করে দিতে পারে৷ তাই যদি কোনও হালকা ময়শ্চারাইজার লাগিয়ে আর্দ্রতা বজায় রাখা যায়, সেটা ভালো৷


২. প্রাইম টাইম

আপনি যদি ভাবেন যে প্রাইমার লাগিয়ে শুধু খুঁত ঢাকা যায় এবং ত্বকের ছিদ্র ঢাকতেই ব্যবহার করা হয়, তাহলে আবার ভাবুন৷ প্রাইমারের একটা উপকারিতা হলো সে মেকআপের আয়ু বাড়িয়ে দেয় এবং তৈলাক্ত ভাব কাটায়৷ গরমে এই উপাদানটা ভুললে চলবে না৷


৩. সঠিক জিনিস বাছুন

গরমকালের জন্য ফাউন্ডেশন কিনতে গেলে, ভালো করে বেছে নিন৷ এমন ফাউন্ডেশন নেবেন যা ফুল কভারেজ ফিনিশ দেয় এবং আপনাকে লম্বা সময়ের জন্য ম্যাট লুক দিতে পারে৷


৪. মেকআপ সেট করুন

সবাই মেক আপ করতে গিয়ে ভুলে যায় ফাইনাল সেটিং করতে৷ অথচ এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ৷ যখন মেকআপ হয়ে যায় তখন একটু ট্রান্সলুসেন্ট পাউডার বা সেটিং স্প্রে দিয়ে মেক আপ সেট করে নেবেন৷


৫. ক্রিম টাইম

গরমকালে ক্রিম বেসড ফর্মুলা ব্যবহার করুন, সেটা ফাউন্ডেশন হোক বা ব্লাশ৷ এই ফর্মুলা ত্বকে চট করে বসে যায় এবং পাউডার থেকে অনেক বেশি সময় ধরে কাজ করে৷ ক্রিম বেসড উপাদান আরো ভালো ভাবে কাজে লাগাতে একই শেডের পাউডার লাগিয়ে নিন৷


৬. রিটাচ দিন

দিনের শেষে দেখবেন কিছুটা হলেও ত্বক তেলতেলে বা অয়েলি হয়ে গিয়েছে৷ তাই দিনের মধ্যে বেশ কয়েকবার রিটাচ করুন৷

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.