আমের খোসায় চেন লাগানো, খেতে গেলে খুলতে হবে সেই চেন!

 


ODD বাংলা ডেস্ক: ইন্টারনেটের দুনিয়ায় বিচিত্র সব জিনিসের অভাব নেই। মাঝেমধ্যেই সে সব বিচিত্র জিনিসের ছবি ও ভিডিয়ো ভাইরাল হয়ে যায় নেটমাধ্যমে। এ বার তেমনই একটি ভিডিয়োতে দেখা গেল এমন একটি বস্তু, যা আম না হাতব্যাগ তা বুঝে উঠতে পারছেন না অনেকেই।


ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে সাদা রঙের হাতমোজা পরা এক ব্যক্তি ধরে রেখেছেন একটি পাকা আম। কিন্তু অদ্ভুত বিষয়, দেখতে অবিকল পাকা আমের মতো হলেও ফলটির গায়ে লাগানো রয়েছে একটি চেন। ভিডিয়ো এগোতেই দেখা যায়, ঠিক হাতব্যাগের চেন খোলার কায়দায় চেনটি টানতে শুরু করেন ওই ব্যক্তি। ক্রমে এ মাথা থেকে ও মাথা চেনটি টেনে খুলে ফেলেন তিনি।


কিন্তু কোন রহস্য লুকানো ছিল এই চেনের আড়ালে? চেনটি খুলতেই দেখা যায় ভিতরে আমের শাঁস ছাড়া কিছুই নেই। এমন বিচিত্র চেন লাগানো আমের ভিডিয়োটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে নেট মাধ্যমে। ‘বিউটিফুলআর্থ’ নামক একটি ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে প্রকাশিত এই ভিডিওটি ইতিমধ্যেই দেখে ফেলেছেন প্রায় ২১ লক্ষ মানুষ। পছন্দের সংখ্যা ৫০ হাজারেরও বেশি। রইল চেন লাগানো আমের সেই বিচিত্র ভিডিয়ো।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.